E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দিনাজপুরে বাসচাপায় নিহত ২

২০১৫ মে ১৮ ১৪:১৬:১১
দিনাজপুরে বাসচাপায় নিহত ২

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে বাসচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।

বীরগঞ্জ পৌর শহরের দিনাজপুর-পঞ্চগড় সড়কের শালবাগান এলাকার জেলখানা মোড়ে সোমবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা গতিরোধক নির্মাণের দাবিতে গাছের ডাল ফেলে মহাসড়ক অবরোধ করে রাখে।

নিহতরা হলেন- উপজেলার মোহনপুর ইউনিয়নের তুলশিপুর গ্রামের হেফাজ উদ্দিনের ছেলে মো. হেলাল (২৯) এবং একই ইউনিয়নের করিমপুর গ্রামের মো. আবু বক্কর সিদ্দিকের ছেলে মো. আনোয়ারুল ইসলাম (২৮)।

বীরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) গাবুর আলী জানান, আনোয়ারুল ও হেলাল মোটরসাইকেলে করে দিনাজপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় ঠাকুরগাঁওগামী একটি যাত্রীবাহী বাস অপর একটি বাসকে অতিক্রম করতে গিয়ে তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই তারা নিহত হন। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়ক অবরোধ করে রাখে।

আনোয়ারুলের চাচা মো. আব্দুল আউয়াল জানান, অসুস্থ স্ত্রীকে দেখতে আনোয়ারুল দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার জন্য সকাল ৮টায় বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হয়। সকাল ৯টায় লোকমুখে তার মৃত্যুর খবর জানতে পারি।

সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল মনজুন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-প্রশাসন) মো. জাহাঙ্গীর হোসেন। তারা উত্তেজিত জনতার সঙ্গে আলোচনায় বসেন। পরে প্রশাসনের আশ্বাসে বেলা ১১টায় অবরোধ প্রত্যাহার করে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

ওসি জাহাঙ্গীর হোসেন জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। যান চলাচলও স্বাভাবিক রয়েছে। এ ছাড়া নিহতদের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি জাহাঙ্গীর হোসেন।

(ওএস/এএস/মে ১৮, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test