E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শেরপুরে নকলা পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক গ্রেফতার

২০১৪ মে ১৬ ১৫:৪৭:৩১
শেরপুরে নকলা পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক গ্রেফতার

শেরপুর প্রতিনিধি : শেরপুরের নকলা পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও হাজী জালমামুদ কলেজের প্রভাষক গোলাম মাছুমকে গ্রেফতার করেছে নকলা থানা পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে নকলা উপজেলার কলাপাড়া গ্রামের এক বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। বিএনপি চেয়ারপারসনের উপদেস্টা ব্যারিষ্টার হাযদার আলীর ওপর হামলার মামলায় পলাতক আসামী হিসেবে পুলিশ তাকে গ্রেফতার করেছে বলে নকলা থানার ওসি গোলাম হায়দার জানিয়েছেন।

১৬ মে শুক্রবার বিকেলে গ্রেফতারকৃত বিএনপি নেতা গোলাম মাছুমকে মুখ্য বিচারিক হাকিমের আদালতে সোপর্দ করলে আদালত তাকে জেলা কারাগারে প্রেরণের নির্দেশ দেয়।
পুলিশ সূত্রে জানা যায়, ২০১২ সালের ৩০ সেপ্টেম্বর শেরপুর শহরের নতুনবাজার এলাকায় বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে সমাবেশ চলাকালে জেলা বিএনপির দুই গ্রুপের মাঝে আকস্মিক হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় ফাহিম গ্রুপের নেতা-কর্মীরা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক সচিব ব্যারিস্টার এম. হায়দর আলীর ওপর আক্রমন করে তার মাথা ফাটিয়ে গুরুতর আহত করে। ওই ঘটনার পরদিন গত বছরের ১ অক্টোবর নকলা উপজেলা বিএনপি নেতা জহিরুল ইসলাম সাজু বাদী হয়ে ৩৪ জনকে আসামী করে শেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন। এছাড়া এ সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে দ্রুতবিচার আইনে পৃথক আরেকটি মামলা দায়ের করে। ওইসব মামলার পলাতক আসামী হিসেবে সাবেক ফাহিম চৌধুরী সমর্থিত নকলা পৌর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মাছুমকে শুক্রবার রাতেগ্রেফতার করা হয়।
নকলা থানার ওসি গোলাম হায়দার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার কলাপাড়া এলাকায় অভিযান চালিয়ে পলাতক আসামী গোলাম মাছুমকেগ্রেফতার করা হয়েছে। সে ব্যারিষ্টার হায়দর আলীর ওপর আক্রমণসহ দ্রুত বিচার আইনে দু’টি মামলার ওয়ারেন্টভূক্ত আসামী ।
(এইচবি/এএস/মে ১৬, ২০১৪)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test