E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ ভেঙে ফেলায় প্রতিবাদ সমাবেশ

২০১৫ মে ১৯ ১৮:০৭:১৩
শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ ভেঙে ফেলায় প্রতিবাদ সমাবেশ

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের ৪ জন শহীদ মুক্তিযোদ্ধার নামে স্থাপিত শহীদ স্মৃতিস্তম্ভটি ভেঙ্গে ফেলার প্রতিবাদে মঙ্গলবার দুপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে মুক্তিযোদ্ধাসহ সর্বস্তরের মানুষ।

প্রথমে মিছিলটি শ্রীনদী বন্দর এলাকার স্মৃতিস্তম্ভ সলগ্ন মাঠ ও আশ-পাশে এলাকা প্রদক্ষিণ করে। পরে সেখানে ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মাদারীপুর সদর মুক্তিযোদ্ধা সংসদের অর্থ বিষয়ক সহকারী কমান্ডার মুক্তিযোদ্ধা এইচ এম সরোয়ার হোসেন, সাংগঠনিক সহকারী কমান্ডার মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, মুক্তিযোদ্ধা আইয়ুব আলী, মুক্তিযোদ্ধা মান্নান শিকদার, মুক্তিযোদ্ধা শওকত আলী, মিন্টু হাওলাদার, জাহাঙ্গীর হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সমাবেশে বক্তারা আগামী এক সপ্তাহের মধ্যে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবী জানান।

বিক্ষোভকারী সূত্রে জানা গেছে, শ্রীনদী বন্দর এলাকার ঐ স্মৃতিস্তম্ভটি কয়েকদিন আগে অজ্ঞাত দুস্কৃতকারীরা ভেঙ্গে ফেলে। এই ঘটনায় মাদারীপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

শিরখারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ অমল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তদন্ত চলছে। দোষিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, শহীদ মুক্তিযোদ্ধা হায়াত আলী, আব্দুল গফুর, মরতুজা ও রমিজউদ্দিনের স্মরণে গত বছরের ২২ মার্চ নির্মিত এই স্মৃতিস্তম্ভের উদ্বোধন করেন নৌপরিবহণমন্ত্রী শাজাহান খান।

(এসএএস/এএস/মে ১৯, ২০১৫)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test