E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

'প্রধানমন্ত্রী দেশের মাদ্রাসা শিক্ষার উন্নয়নে আন্তরিক'

২০১৫ মে ১৯ ২১:৩৫:৪৩
'প্রধানমন্ত্রী দেশের মাদ্রাসা শিক্ষার উন্নয়নে আন্তরিক'

ঝালকাঠি প্রতিনিধি : ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আহসান উল্লাহ বলেছেন, আগামী দিনে দেশের মাদ্রাসা শিক্ষার উন্নয়ন ও বিকাশে সব কিছু করা হবে।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মাদ্রাসা শিক্ষার উন্নয়নে যথেষ্ট আন্তরিক। আর এ কারণেই তিনি ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাসহ ইসলামি শিক্ষার জন্য প্রয়োজনীয় সব কিছু করছেন। গতকাল মঙ্গলবার ঝালকাঠি এন এস কামিল মাদ্রাসায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ খলীলুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের মহাসচিব আলহাজ্ব মাওলানা শাব্বির আহমেদ মোমতাজী, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিষ্ট্রার ড. মোঃ আবু হানিফা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন নেছারাবাদ কমপ্লেক্স ট্রাস্টের সহকারী প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ শহীদুল ইসলাম, ঝালকাঠি এন এস কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক আবু জাফর মুকুল প্রমূখ।

(এএম/পিএস/মে ১৯, ২০১৫)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test