E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মেয়র ও কাউন্সিলররা খাতা কলমে সভা দেখিয়ে থাকেন

২০১৫ মে ১৯ ২৩:২২:১৯
মেয়র ও কাউন্সিলররা খাতা কলমে সভা দেখিয়ে থাকেন

ঈশ্বরদী (পাবনা)প্রতিনিধি :মেয়র ও কাউন্সিলররা খাতা কলমে সভা দেখিয়ে থাকেন। মঙ্গলবার সকালে ঈশ্বরদী পৌরসভায় তৃতীয়  নগর পরিচালনা ও অবকাঠামো উন্নতিকরন সেক্টর প্রকল্প ( ইউজিআইআইপি-৩) নগর সমন্বয় কমিটির (টিএলসিসি) বিশেষ সভায় প্রকল্পের প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম আকন্দ। একথা বলেন।

পৌর মেয়র মকলেছুর রহমান বাবলুর সভাপতিত্বে পৌরসভার সচিব জহুরুল ইসলাম, সহকারী প্রকৌশলী মুস্তাফিজুর রহমান অঞ্জন, আয়কর কর্মকর্তা সমাজি, পানি ব্যবস্থপনা কর্মকর্তা প্রবীর কুমার বিশ্বাস, পানি ব্যবস্থপনা বিভাগের হিসাব রক্ষক মামুনুর রশীদসহ টিএলসিসি কমিটির সদস্যরা এসভায় বক্তব্য দেন।

প্রধান অতিথির বক্তব্যে শফিকুল ইসলাম আকন্দ বলেন, সরকারের পরিকল্পনা অনুযায়ি দেশ ২০৪১ সালের মধ্যে বিশ্বের উন্নত দেশে পরিণত হবে। এ জন্য সরকারের প্রত্যেকটি বিভাগের স্ব-স্ব দায়িত্ব সঠিক ভাবে পালন করতে হবে। পৌরসভার নিজস্ব আয় দিয়ে বেতন-বোনাস দিতেই যেখানে হিমসিম খেতে হয়, সেখানে শুধু ট্যাক্স আদায় করে উন্নয়ন করা সম্ভব নয়। এজন্যই উন্নয়ন সহযোগী সংস্থার সহযোগিতা নিতে হয়। তিনি টিএলসিসির কর্মকান্ডের সমালোচনা করে বলেন, অনেক পৌরসভায় টিএলসিসি কমিটির নিয়মিত সভা করা হয় না। মেয়র ও কাউন্সিলররা খাতা কলমে সভা দেখিয়ে থাকে। বড় বড় সাহেবরা যে কাজ করবেন, তা শুধু মেয়র সাহেব জানবেন-সেটা হবে না। জবাবদিহিতার জন্যই নগর পরিচালনা কমিটি করা হয়।

(এসকেকে/এসসি/মে২০১৫)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test