E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বড়াইগ্রামে অধ্যক্ষ নিয়োগে অনিয়মের অভিযোগে মামলা

২০১৫ মে ১৯ ২৩:৫৮:৫৬
বড়াইগ্রামে অধ্যক্ষ নিয়োগে অনিয়মের অভিযোগে মামলা

নাটোর প্রতিনিধি :নাটোরের বড়াইগ্রাম উপজেলার ইসলামপুর-গুনাইহাটি ফাজিল মাদরাসার অধ্যক্ষ পদে নিয়োগ পরীক্ষায় দুজন বৈধ আবেদনকারীকে ইন্টারভিউ বোর্ডে অংশ নিতে না দেয়ার অভিযোগে মামলা দায়েরের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় বঞ্চিত দুজন প্রার্থী মঙ্গলবার আদালতে মামলা দায়ের করেছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ইসলামপুর-গুনাইহাটি ফাজিল মাদরাসার অধ্যক্ষ পদে গত শনিবার নাটোর এনএস সরকারী কলেজে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। কিন্তু নিয়োগ বোর্ডে প্রার্থীদের মধ্যে শুধু সভাপতির ভাতিজি জামাই মাওলানা ওসমান গণি ও তার দুজন প্রক্সি প্রার্থীকে ডাকা হলেও অপর দুজন প্রার্থীকে ইন্টারভিউ কার্ড দেয়া হয়নি। ফলে নিয়োগ পরীক্ষায় অংশ নিতে না পারায় বঞ্চিত প্রার্থী মাওলানা নজরুল ইসলাম ও মাওলানা আবুল হোসাইন বাদী হয়ে মঙ্গলবার মাদরাসার সভাপতি রেজাউল করিম রেজা, ইবি’র প্রতিনিধি ড. রুহুল কুদ্দুস মোহাম্মদ সালেহ এবং ডিজির প্রতিনিধি ও নাটোর এনএস সরকারী কলেজের অধ্যক্ষ প্রয়েসর দিলীপ কুমার ভদ্রসহ ১৯ জনকে অভিযুক্ত করে নাটোর সহকারী জজ আদালতে মামলা দায়ের করেছেন। এ ব্যাপারে মাদরাসার সভাপতি রেজাউল করিম রেজার মোবাইল বন্ধ থাকায় কথা বলা সম্ভব হয়নি। তবে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা শামসুল ইসলাম ফারুকী মামলার বিষয়ে তিনি কিছু শুনেননি বলে জানান।

(।এমআর/এসসি/মে২০১৫)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test