E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নাটোরে সরকারি কর্মকর্তার বাসভবন লক্ষ্য করে গুলি

২০১৫ মে ২০ ১৬:৫০:৫১
নাটোরে সরকারি কর্মকর্তার বাসভবন লক্ষ্য করে গুলি

নাটোর প্রতিনিধি : নাটোরে সরকারি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বাসভবন লক্ষ্য করে দুবৃর্ত্তরা গুলি বর্ষণ করে।  বুধবার ভোরে এই গুলিবর্ষনের ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।

পুলিশ জানায়, বুধবার ভোর ৫টার দিকে শহরের বড়গাছা এলাকায় অবস্থিত সরকারি ওই খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুজ্জামানের বাসভবনের দরজা লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি বর্ষণ করা হয়। দুর্বৃত্তরা গুলিবর্ষন করে পালিয়ে যায়। এসময় গুদামের নৈশ প্রহরি শব্দ লক্ষ্য করে ছুটে গেলেও কাউকে দেখতে পায়নি। তবে কর্মকর্তার ভাসভবনের ঢোকার দরজায় গুলির দাগ দেখে কর্মকর্তাকে বিষয়টি জানায় তারা। খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুজ্জামান জানান,ঘটনার সময় তিনি বাসার ভিতরেই ছিলেন। কিন্তু কিছুই টের পাননি। সরকারি গুদামের তিনটি ব্লকের ২ নং ব্লকের বাসভবনে তিনি বাস করেন। প্রতিদিন রাতে গুদাম সমূহে প্রহরা দেয়া হয়। বুধবার ভোরে নৈশ প্রহরিসহ গুদামের কর্মচারীরা তাকে ডেকে বিষয়টি জানায়। তাদের ডাকাডাকি শুনে বাহিরে বের হয়ে দরজায় গুলির দাগ দেখতে পেয়ে পুলিশকে অবহিত করেন।

গুদামের শ্রমিক-কর্মচারীরা জানায়, বেশ কয়েক রাউন্ড গুলির শব্দ তারা শুনতে পেয়েছেন। খাদ্য গুদামে গম সরবরাহকে কেন্দ্র করে কতিপয় ব্যক্তি বেশ কয়েকদিন ধরে নুরুজ্জামান স্যারকে হুমকি দিয়ে আসছে। তবে কোন কথা বলতে রাজি হননি গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুজ্জামান। দু’রাউন্ড গুলি বর্ষন করা হয় বলে তিনি শুনেছেন।

এদিকে সংরক্ষিত এলাকায় গুলি বর্ষনের ঘটনায় ওই পরিবারসহ গুদামে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

নাটোর সদর থানার ওসি মিজানুর রহমান গুলি বর্ষনের সত্যতা নিশ্চিত করে জানান,গুদাম কর্মকর্তার বাসভবনের দরজায় গুলির দাগ দেখেছেন এবং সেখান থেকে দু’টি প্রিন্টার পেয়েছেন। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে গম বা চাউল সরবরাহকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে থাকতে পারে। গুদাম কর্মকর্তা এব্যাপারে থানায় একটি জিডি করেছেন। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

(ওএস/এএস/মে ২০, ২০১৫)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test