E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বোমা বানাতে গিয়ে নিহত অনিকের লাশ দাফন, থানায় মামলা

২০১৫ মে ২০ ১৬:৫৫:৩২
বোমা বানাতে গিয়ে নিহত অনিকের লাশ দাফন, থানায় মামলা

শরীয়তপুর প্রতিনিধি : মঙ্গলবার জাজিরার বিলাশপুরের ইয়াসিন মাদবর কান্দি গ্রামে বোমা তৈরী করতে গিয়ে নিহত অনিকের দাফন সম্পন্ন হয়েছে। বুধবার সকাল ৯টায় বিলাশপুর নিজ বাড়িতে জানাজা নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে মঙ্গলবার দিবাগত রাত ১টার সময় ঢাকা থেকে তার মরদেহ বাড়িতে আনা হয়।

স্থানীয় কাজিয়ারচর সমিরুদ্দিন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক ও কুদ্দুস বেপারী সমর্থক সালাউদ্দিন মাদবর এবং এলাকাবাসী সূত্রে জানা গেছে, আলীমুদ্দিন মাদবরকান্দি গ্রামের চেয়ারম্যান কুদ্দুস বেপারী সমর্থক গফুর বেপারীর বাড়িতে মেছের মাষ্টার সমর্থকরা হামলা চালিয়ে বসতঘরে ভাংচুড় করেছে এবং ৩টি গুরু লুট করে নিয়েগেছে। এছারাও দাইমদ্দিন খলিফার কান্দি গ্রামে হারুন খলিফার বাড়িতে ককটেল বিস্ফোরন ঘটিয়ে ভাংচুড়, রানা সরদারের বাড়ি ভাংচুড়, মাষ্টার আব্দুল খালেক দেওয়ানের বাড়িতে লুটপাট, দিল মোহাম্মদ সরদারের বাড়িতে ভাঙচুর ও ২টি গরু লুট, নুরুল ইসলাম মালের বাড়িতে হামলা করে ৪টি গরু লুট, চান মিয়া মালের বাড়িতে ভাংচুর, শওকত মালের বাড়িতে হামালা ও ২টি গরু লুট, সুরৎখার কান্দিগ্রামে আব্দুর রব ভূইয়ার বাড়িতে লুটপাট, সেকেন্দার ভুইয়ার ১টি দুলাল মিয়ার ২টি, আজিজ ভুইয়ার ২টি, চুন্নু মাদবরের ২টি, বাদল সরদারের ১টি, দেলোয়ার চৌকিদারের ১টি গুরু লুট এবং আকনকান্দি গ্রামের আবু তাহের বেপারীর বাড়ি ভাংচুর ও লুটপাট করা হয়েছে।

সাবেক চেয়ারম্যান মেছের মাষ্টারের ছেলে ও নিহত অনিকে চাচাতোভাই আব্দুস সালেক মাদবর বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে মঙ্গলবার গভীর রাতে বাড়িতে অনিকের মরদেহ আনা হয়। এরপর বুধবার সকালে জানাজা শেষে আমাদের পারিবারিক কবরস্থানে দাফন করেছি। আমাদের কোন লোকেরা প্রতিপক্ষের কোন লোকের বাড়িতে হামলা, ভাংচুর বা লুটপাট করেনি। অনিককে বোমা মেরে হত্যা করার অভিযোগে অনিকের বাবা মনির মাদবর বাদী হয়ে জাজিরা থানায় একটি হত্যা মামলা দায়ের করার জন্য গিয়েছিল। কিন্তু পুলিশ এজাহার গ্রহন করেনি।

জাজিরা থানার অফিসার ইন চার্জ মো. নজরুল ইসলাম জানান, বোমা তৈরী করতে গিয়ে বিস্ফোরিত হয়ে অনিক মারা যায়। তার সাথে আরো দুইজন আহত হয়। তিন ভিকটিমকেই আসামী করে থানায় মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মো. বোরহান উদ্দিন বাদি হয়ে একটি মামালা দায়ের করেছে। মঙ্গলবারের ঘটনার পর বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলেও বড় ধরনের কোন ভাংচুড় বা লুটপাটের ঘটনা ঘটেনি। যে কোন দূর্ঘটনা এড়াতে এলাকায় সার্বক্ষনিক পুলিশ মোতায়েন রয়েছে।

উল্লেখ্য যে, জাজিরার বিলাশপুরে দীর্ঘদিন থেকে সাবেক ও বর্তমান চেয়ারম্যানের সমর্থকদের মধ্য এরাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ চলে আসছিল। এর সূত্র ধরেই পূনরায় সংঘাত সৃষ্টির উদ্দেশ্যে মঙ্গলবার একপক্ষ বোমা তৈরী করতে গিয়ে বিস্ফোরনে অনিক মারা যা


(কেএনআই/এসসি/মে২০,২০১৫)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test