E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কলাপাড়ায় পানিজটে জার্মান রাষ্ট্রদূত ড.থমাস প্রিন্স

২০১৫ মে ২০ ২১:০৩:৩১
কলাপাড়ায় পানিজটে জার্মান রাষ্ট্রদূত ড.থমাস প্রিন্স

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : ফেরির বেইলী ব্রিজ পানিতে ডুবে থাকায় পানিজটের কবলে পড়লেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. থমাস প্রিন্স। পটুয়াখালীর কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের নীলগঞ্জ ফেরিঘাটে আটকা পড়েন তিনি।

বুধবার দুপুরে অমাবশ্যার জো’র প্রভাবে সাগর ও নদীতে অস্বাভাবিক পানি বৃদ্ধি পাওয়ায় আন্ধারমানিক নদের নীলগঞ্জ ফেরিঘাটের বেইলী ব্রিজ ও গ্যাংওয়ে জোয়ারে প্রায় ৪ ফুট পানিতে তলিয়ে যায়। এ সময় ফেরিঘাটে তাকে বহনকারী গাড়ি বহর আটকা পড়ে। প্রায় পাঁচ মিনিট অপেক্ষার পর ঝুঁকি নিয়ে ডুবন্ত বেইলী ব্রিজ দিয়ে তাঁর গাড়িটি ফেরিতে ওঠে।

এ গাড়ি বহরে কলাপাড়া উপজেলা চেয়ারম্যান আঃ মোতালেব তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন, জিআইজেড এর ক্লাপ প্রকল্পের প্রিন্সিপাল এডভাইজার ড. পূর্ণিমা চট্টোপাধ্যায়, মি: ডেভিড কুন্জ, কে এফ ডাবলিওসহ কলাপাড়া উপজেলা প্রশাসন ও বিভিন্ন দাতা সংস্থার প্রতিনিধিরা ছিলেন।

জানা যায়, জার্মান রাষ্ট্রদূত কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নে পাখিমারা প্রফুল্ল ভৌমিক মাধ্যমিক বিদ্যালয় মাঠে ঘূর্নিঝড়ের আগাম প্রস্তুতিমূলক দূর্যোগ মহড়া অনুষ্ঠান দেখে কলাপাড়া ফেরার পথে এ দূর্ভোগে পড়েন। এ সময় কুয়াকাটায় ভ্রমনে আশা শতশত পর্যটকরাও একই দূর্ভোগে পড়েন।

কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের আন্ধারমানিক নদীর উপর নির্মানাধীন শেখ কামাল সেতুর নীলগঞ্জ ফেরিঘাটের বেইলী ব্রিজ প্রতিটি অমাবশ্যা ও পূর্নিমা’র জো’র প্রভাবে এভাবে তলিয়ে থাকলেও বেইলী ব্রিজ এবং রাস্তা উঁচু করা হয়নি। এ কারণে বছরের পর বছর ধরে এ পানি দূর্ভোগ পোহাচ্ছে কুয়াকাটায় ভ্রমনে আসা দেশী-বিদেশী পর্যটকরা। কিন্তু সড়ক ও জনপথ বিভাগ এবং সওজ কর্তৃপক্ষ এ ব্যাপারে কোন পদক্ষেপ নেয়নি। তাদের দাবি ব্রিজ শীঘ্রই চালু হবে। তাই এ দূর্ভোগ আর থাকবে না।

(এমকেআর/পিএস/মে ২০, ২০১৫)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test