E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ছুটি ছাড়াই শিক্ষক অনুপস্থিত

কলাপাড়ায় ১২১ জনকে পাঠদান করাচ্ছেন ১ শিক্ষিকা

২০১৫ মে ২০ ২২:১৪:৪৩
কলাপাড়ায় ১২১ জনকে পাঠদান করাচ্ছেন ১ শিক্ষিকা

কলাপাড়া প্রতিনিধি : তিন জন শিক্ষক থাকলেও একজন শিক্ষক দিয়ে চলছে পটুয়াখালীর কলাপাড়ার মাছুয়াখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়।

বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. শহিদুল ইসলাম কোন ছুটি না নিয়েই অনুপস্থিত ৭/৮ দিন। প্রধান শিক্ষক সলেমান মোল্লা ৬ দিনের ট্রেনিংয়ে। তাই সহকারি শিক্ষিকা প্রভাতী রানী সরকারকে ১২১ জন ছাত্র-ছাত্রীকে পাঠদান করাতে হচ্ছে। এ কারনে ক্ষুদ্ধ অভিভাবকরা শিক্ষক শহিদুল আসলামের শাস্তির দাবিতে পটুয়াখালী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগে জানা যায়, শিক্ষক শহিদুল ইসলাম নিজের ব্যক্তিগত কাজে প্রায়ই স্কুলে অনুপস্থিত থাকেন। গত ৭/৮ ধরে তিনি বিদ্যালয়ে অনুপস্থিত। ছাত্র-ছাত্রীরা বিদ্যালয়ে উপস্থিত হলেও শিক্ষকরা অনুপস্থিত থাকার কারণে বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা ভেঙ্গে পড়েছে।

অভিযোগকারীরা উল্লেখ করেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. আলমাস মোল্লা শহিদুল ইসলামের শ্যালক ও প্রধান শিক্ষক চাচা শ্বশুর। এ কারনে তিনি ইচ্ছে মতো বিদ্যালয়ে আসেন। শহিদুল ইসলামের অনুপস্থিতির কারন অভিভাবকরা প্রধান শিক্ষককে জিজ্ঞাসা করলে তিনি উল্টো অভিভাবকদের ধমকান।

এ ব্যাপারে শিক্ষক শহিদুল ইসলাম জানান, তিনি নৈমিত্তিক ছুটিতে আছেন। তাই বিদ্যালয়ে যাননি। তবে ৭/৮ দিন অনুপস্থিত না বলে জানান তিনি।

প্রধান শিক্ষক সলেমান মোল্লা জানান, তার কাছ থেকে ছুটি ছাড়াই শহিদুল ইসলাম ৭/৮ দিন বিদ্যালয়ে অনুপস্থিত আছেন। তিনি এ বিষয়টি উপজেলা শিক্ষা কর্মকর্তাকে অবহিত করেছেন।

কলাপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমিন জানান, শিক্ষক শহিদুল ইসলামের বিদ্যালয়ে অনুপস্থিতির কথা প্রধান শিক্ষক তাকে মৌখিকভাবে জানিয়েছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। ছুটি ছাড়া কোন শিক্ষক বিদ্যালয়ে অনুপস্থিত থাকতে পারেন না বলে তিনি জানান।

(এমকেআর/পিএস/মে ২০, ২০১৫)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test