E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

মুকসুদপুরে খেলার মাঠের জায়গা দখল দিতে শহীদ মিনার ভাঙ্গচুর

২০১৫ মে ২১ ১৬:৪৭:৪০
মুকসুদপুরে খেলার মাঠের জায়গা দখল দিতে শহীদ মিনার ভাঙ্গচুর

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের মুকসুদপুরে খেলার মাঠের জায়গা দখল দিতে মাঠের শহীদ মিনার ভাঙ্গচুর করছে একটি প্রভাবশালী মহল। বুধবার সন্ধ্যার দিকে উপজেলার মহারাজপুর ইউনিয়নের নারায়নপুর সন্ধানী মাঠে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, ১৯৮২ সাল থেকে মাঠটি খেলা-ধুলাসহ বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক কাজে উন্মুক্তভাবে ব্যবহৃত হয়ে আসছে। ২০১৩ সাল থেকে মাঠটি ধারাবাহিকতা হারালে এলাকার বিভিন্ন জন বিভিন্ন ভাবে মাঠ দখল করতে থাকেন। কেউ কেউ মাঠটি তাদের ক্রয়কৃত সম্পত্তি বলে দাবিও জানান।
শহীদ মিনার ভাঙ্গা নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এলাকার মামুন খান এ ব্যাপারে বলেন, ছোট বেলা থেকেই আমরা এটি খেলার মাঠ হিসেবে জেনে আসছি। এখন হঠাৎ করে ঝিলু ও আশু দাবি করছে মাঠটি তাদের। তবে শহীদ মিনারতো কারো ব্যক্তিগত সম্পত্তি না। সেটি ভেঙ্গে ফেলা হবে কেন।
এ ব্যাপারে অভিযুক্ত ঝিলু ফকিরের সাথে কথা বললে তিনি বলেন, ১৯৮৫ সালে আমরা নীলকান্ত রায় ও অখিল কান্ত রায়ের নিকট হতে মাঠের জমিটি ক্রয় করি। মাঠে নিয়মিত খেলাধুলা চলার কারনে আমরা মাঠ দখলের চেষ্টা করিনি। এখন মাঠটি বেদখল হয়ে যাচ্ছে দেখে আমরা আমাদের ক্রয়কৃত সম্মত্তি পুনরুদ্ধার করার চেষ্টা করছি। শহীদ মিনার ভাঙ্গার ব্যাপারে আমি কিছু জানিনা। আমার ধারণা প্রতিপক্ষ ভেঙ্গে আমাদের ফাসানোর চেষ্টা করছে।
এলাকাবসীর দাবি, ১৯৮২ সালে নীল কান্ত ও অখিল কান্ত রায় উক্ত জমিটি মাঠের নামে দান করেন। এর তিন বছর পরে ১৯৮৫ সালে ঝিলু ও আশু কৌশলে জমিটি নিজেদের নামে নিয়ে নেন।
এ ব্যাপরে মহারাজপুর ইউপি চেয়ারম্যান সালাহউদ্দীন মিয়ার সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি বিষয়টি জেনেছি। কে বা কারা ভেঙ্গেছে তা এখনো নিশ্চিত হওয়া যায় নি। তবে অপরাধী যেই হোক তাকে সনাক্ত করে আইনী ব্যাবস্থা নেওয়া হবে।
(এমএইচএম/পিবি/মে ২১,২০১৫)

পাঠকের মতামত:

২৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test