E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নলডাঙ্গায় জেএমবি মামলায় বিএনপি কর্মী আটক

২০১৫ মে ২১ ১৯:১১:৫২
নলডাঙ্গায় জেএমবি মামলায় বিএনপি কর্মী আটক

নাটোর প্রতিনিধি : নাটোরের নলডাঙ্গায় রাজ্জাক শাহ (৪৮) নামে এক বিএনপি কর্মীকে গ্রেফতার করা হয়। ২০০৭ সালে দায়েরকৃত জেএমবি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। পুলিশ বুধবার রাতে উপজেলার রামশারকাজীপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করে ।

পুলিশ জানায়, নলডাঙ্গা উপজেলার শাহপাড়া গ্রামে ২০০৪ সালের ৭ ফেব্র“য়ারী ৪৭টি বাড়িতে অগ্নি সংযোগ ও লটুপাটের ঘটনা ঘটে। ওই ঘটনায় ২০০৭ সালে দায়েরকৃত মামলায় রামশার কাজীপুর গ্রামের নাদের শাহ’র ছেলে রাজ্জাক শাহের ৮ বছর ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় ১২ বছরের কারাদন্ড দেয় আদালত। পরে উচ্চ আদালত থেকে জামিন নেয়। অপরদিকে একই সময়ে একই গ্রামের জাহেরুল ইসলামের ছেলে সেলিম রেজা বাদি হয়ে রাজ্জাক শাহ ও সাবেক উপমন্ত্রী বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ ২৫ বিএনপি নেতা-কর্মীকে আসামী করে জেএমবির মামলা দায়ের করেন।

মামলাটি উচ্চ আদালতের মাধ্যমে স্থগিতাদেশ দেওয়া হয়। সম্প্রতি মামলাটির স্থগিতাদেশ প্রত্যাহার করে আসামীদের নামে গ্রেফতারী পরোয়ানা জারি করে আদালত। ওই গ্রেফতারী পরোয়ানা পাওয়ার পর পুলিশ বুধবার রাতে রাজ্জাক শাহকে আটক করে।

নলডাঙ্গা থানার ওসি নজিবুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, রাজ্জাক শাহকে তিনটি মামলার গ্রেফতারী পরোয়ানায় আটক করা হয়েছে। তার বিরুদ্ধে অন্তত ২০/২২টি মামলা রয়েছে। গ্রেফতারকৃত রাজ্জাক শাহকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

(এমআর/এএস/মে ২১, ২০১৫)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test