E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নলডাঙ্গায় গরু চুরির হিড়িক

২০১৫ মে ২১ ১৯:১৭:১৭
নলডাঙ্গায় গরু চুরির হিড়িক

নাটোর প্রতিনিধি : নাটোরের নলডাঙ্গায় গরু চুরির প্রবণতা বেড়ে গেছে। পুলিশি প্রহরা স্বত্বেও গত এক মাসে উপজেলার তিনটি গ্রাম থেকে ১ টি মহিষসহ অন্তত ১২টি গরু চুরির ঘটনা ঘটে। গত মঙ্গলবার রাতে নলডাঙ্গা থানা থেকে মাত্র এক কিলোমিটার অদূরে বুড়িরভাগ গ্রামে মিনিট্রাকে করে ২টি মহিষ চুরির ঘটনা ঘটে।

এছাড়া ধনকুড়া,বিলপাড়া,বাঁশভাগ গ্রামে অন্তত ১০ টি গরু চুরি হয়। এসব চুরির ঘটনায় ওই সব এলাকার মানুষদের রীতিমত ভাবিয়ে তোলে। ফলে চোর আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছে গরু মালিকসহ সাধারন মানুষ। এই চুরি রোধে তারা এখন নিজেরাই রাত জেগে গ্রাম পাহারা দিচ্ছে।

স্থানীয়রা জানায়, গত এক মাস আগে বিলপাড়ার রফিক ফকিরের একটি বকনা গরু চুরি হয়। এর দুইদিনের মাথায় বুড়িরভাগ গ্রামের নজরুল ইসলামের ২টি গরু নিয়ে দুর্বৃত্তরা। এরপর কয়েকদিনের মাথায় ধোনকড়া গ্রামের খোরশেদ হোসেন ও খাইরুল ইসলামের ৬টি গরু চুরি হয়। এরমধ্যে শাখাড়িপাড়া মোড়ে দুইটি গরুর সন্ধান পায় তারা। একই সময়ে পিপরুল ইউনিয়নের বাঁশভাগ গ্রামের সাকিব হোসেনের ৩টি এবং আহাদুলের ১টি গরু চুরি হয়। সর্বশেষ গত মঙ্গলবার রাতে ৫/৬ জনের একটি চোরের দল বুড়িরভাগ গ্রামের আইয়ুব আলীর গোয়ালঘর থেকে ২টি মহিষ চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় লোকজন টের পেয়ে তাদের ধাওয়া করলে একটি মহিষ মিনি ট্রাকে উঠিয়ে নিয়ে পালিয়ে যায়। অন্যটি ফেলে রেখে যায়।

বুড়িরভাগ গ্রামের আইয়ুব আলী ও বিলপাড়া গ্রামের মাহমুদুল হাসান মুক্তা জানান, এই ঘটনার পর থেকে গরু চুরি রোধে তিন গ্রামের মানুষ হাতে লাঠি আর বাঁশি নিয়ে রাত জেগে পাহাড়া দিচ্ছে।

নলডাঙ্গা থানার ওসি নজিবুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এই ব্যাপারে একটি মামলা হয়েছে। এলাকায় পুলিশি টহল জোড়দার সহ স্থানীয় লোকজনকে পাহাড়া দেওয়ার কথা বলা হয়েছে।

(এমআর/এএস/মে ২১, ২০১৫)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test