E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গফরগাঁওয়ে রাস্তা নির্মাণ নিয়ে সংঘর্ষে নিহত ২

২০১৫ মে ২২ ১৬:১০:৩৭
গফরগাঁওয়ে রাস্তা নির্মাণ নিয়ে সংঘর্ষে নিহত ২

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের গফরগাঁওয়ে শুক্রবার বাড়ির রাস্তা নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। এ ছাড়া গুরুতর আহত অপর একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন- উপজেলার পাগলা থানার উসথী ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের সামাদ খাঁ (৬৫) ও তার চাচাতো ভাই কালু খাঁ (৬০)।

এ ঘটনায় পুলিশ প্রতিপক্ষ লিয়াকত মীর ও সজল মীরকে আটক করেছে।

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান জানান, উপজেলার উসথী ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের খাঁ পরিবার ও মীর পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। সামাদ খাঁ ও তার চাচাতো ভাই কালু খাঁর জমির উপর মসজিদের রাস্তা নির্মাণকে কেন্দ্র করে দুই পরিবারের সদস্যদের মধ্যে বৃহস্পতিবার রাতে বাকবিতণ্ডা ও সংঘর্ষ হয়। এর জের ধরে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে সামাদ খাঁ ও তার চাচাতো ভাই কালু খাঁ স্থানীয় বাজার থেকে বাড়ি ফেরার পথে লিয়াকত মীর ও তার ছেলে সজল মীর বল্লম দিয়ে তাদের উপর্যুপরি আঘাত করেন।

ঘটনাস্থলেই সামাদ খাঁ নিহত হন। এ সময় গুরুতর আহত কালু খাঁ ও তসলিম খাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে বেলা সাড়ে ১২টার দিকে কালু খাঁ মারা যান।

এ ঘটনায় ওই দুই পরিবারের সদস্যদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে বলেও জানান তিনি।

(ওএস/এএস/মে ২২, ২০১৫)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test