E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

৩ কোটি টাকা ব্যয়ে  সোনাই নদীর উপর ব্রীজ নির্মাণ কাজের ভিত্তি প্রস্থর স্থাপন

২০১৫ মে ২২ ১৬:২৬:২০
৩ কোটি টাকা ব্যয়ে  সোনাই নদীর উপর ব্রীজ নির্মাণ কাজের ভিত্তি প্রস্থর স্থাপন


বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি : জাতীয় সংসদের হুইপ মো: শাহাব উদ্দিন এমপি বলেছেন, উপজেলার সীমান্তবর্তী উত্তর শাহবাজপুর ইউপির আতুয়া এলাকায় লাতু-জলঢুপ সড়কের সোনাই নদীর উপর ১০০ মিঃ দীর্ঘ ব্রীজ নির্মাণ কাজ বাস্তবায়নের মধ্য দিয়ে বড়লেখা-বিয়ানীবাজার দুই উপজেলার যোগাযোগে নতুন দ্বার উন্মোচিত হবে।

এতে সীমান্তবর্তী এ দুই উপজেলার উত্তর শাহাবাজপুর ইউনিয়ন ও বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের মানুষ আরও ঘুরে দাঁড়াতে পারবে। প্রতিবেশি দেশ ভারতের সাথে সীমান্ত হাট নির্মাণে এ ব্রিজ ব্যবসা বাণিজ্য সম্প্রসারণসহ গুরুত্ব পুর্ণ ভূমিকা রাখবে। এ ব্রিজ নির্মাণ হলে বিভাগীয় শহর সিলেটের সাথে এ অঞ্চলের মানুষের প্রায় ১৫ কি: মি: রাস্তার ব্যবধান কমে আসবে।

হুইপ বলেন, বর্তমান সরকার সারাদেশের মত আমাদের সিলেট বিভাগসহ বড়লেখায় যোগাযোগ খাতে ব্যপক উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতেই কাজ করে যাচ্ছে।
হুইপ বৃস্পতিবার বিকেলে উপজেলার সীমান্তবর্তী উত্তর শাহবাজপুর ইউপির আতুয়া এলাকায় প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে লাতু-জলঢুপ সড়কের সোনাই নদীর উপর ১০০ মিঃ দীর্ঘ ব্রীজ নির্মাণ কাজের ভিত্তি প্রস্থর স্থাপন শেষে স্থানীয় আওয়ামীলীগ আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

হুইপ আরও বলেন, দেশ ও দেশের উন্নয়ন যখন সামনের দিকে এগিয়ে যায় তখন বিএনপি-জামায়ত জোট দেশের অগ্রযাত্রা ব্যাহত করার কাজে লিপ্ত হয়। এরা দেশ ও মানুষের জন্য অকল্যাণকর। রাজনীতি দেশ ও মানুষের কল্যাণেই নিহিত আছে। শান্তি বিনষ্টকারীরা সংখ্যায় কম তাই তারা দেশের অগ্রযাত্রা কিছুতই ব্যহত করতে পারবেনা।

সরকারে বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে হুইপ বলেছেন, চাহিদার চেয়ে বেশি খাদ্য উৎপাদন সম্ভব হয়েছে। রফতানি ১০ মিলিয়ন থেকে ৩০ মিলিয়নে উন্নিত হয়েছে। আমাদের ব্যবসা-বাণিজ্য যতো বাড়বে, অর্থনৈতিক উন্নয়নও ততো দ্রুতগতিতে হবে। বাংলাদেশ হবে ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত দেশ। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে এশিয়ার মধ্যে সবচেয়ে উন্নত দেশ।

স্থানীয় আওয়ামীলীগ আয়োজিত জনসভায় ইউপি আওয়ামীলীগ সভাপতি আব্দুল খালেকের সভাপতিত্বে ও সম্পাদক আবুল হোসেন আলমের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক কামরুল হাসান, উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ আমিনুর রহমান, ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস, থানা অফিসার ইনচার্জ মো: মনিরুজ্জামান, সদর ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আনোয়ার উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, প্রকৌশলী বিদ্যুৎ ভূষণ পাল, স্থানীয় ইউপি চেয়ারম্যান আকবর আলী, ইউপি আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি রফিক উদ্দিন আহমদ, বিয়ানীবাজার উপজেলা যুবলীগ নেতা আব্দুল হাসিব, শিক্ষক আতিকুল ইসলাম মুক্তা, ছাত্রনেতা মাহবুবুর রহমান মবু, ইউপি যুবলীগ সভাপতি আলিম উদ্দিন, সম্পাদক কামাল হোসেন, ছাত্রলীগ নেতা জাকের আহমদ প্রমুখ।

এদিকে সকালে দুই উপজেলার মানুষের স্বপ্নের এই ব্রিজ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন উপলক্ষে উত্তর শাহবাজপুর ইউনিয়ন থেকে প্রায় দু’শাতাধিক মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে বড়লেখা থেকে হুইপকে বরণ করে নেয়া হয় এলাকায়। শাহবাজপুর পৌঁছার পর দেখা যায় হুইপকে অভিনন্দন জানিয়ে ২০/২৫টি তোরণ নিমার্ণ করেছে এলাকাবাসী। ব্রিজের ভিত্তি প্রস্থর স্থাপনে অনন্দের বন্যায় ভাসতে দেখা যায় এলাকার সর্বস্থরের মানুষকে।



(এলএস/এসসি/মে২২,২০১৫)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test