E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঝালকাঠিতে কালবৈশাখী ঝড়ে অর্ধশত ঘরবাড়ি বিধ্বস্ত

২০১৪ মে ১৬ ২০:২৯:২২
ঝালকাঠিতে কালবৈশাখী ঝড়ে অর্ধশত ঘরবাড়ি বিধ্বস্ত

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুরে কালবৈশাখী ঝড়ে অর্ধশত ঘরবাড়ি ও দু’টি শিক্ষা প্রতিষ্ঠান সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে।

বৃহস্পতিবার বিকেল পাঁচটায় কালবৈশাখী ঝড় রাজাপুরে আঘাত হানে। এতে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয় বিষখালি নদী তীরবর্তী বড়ইয়া ও পালট গ্রামে।

রাজাপুর উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মনির জানান, হঠাৎ কালবৈশাখীর ঝড়ে বিষখালি তীরবর্তী বড়ইয়া ও পালট গ্রামের অর্ধশত বসতঘর বিধ্বস্ত হয়। এছাড়া ওই ঝড়ে আদাখোলা ওলামাগঞ্জ দাখিল মাদ্রাসা ও ইউসুফ আলী মাধ্যমিক বিদ্যালয় সম্পূর্ণ বিধ্বস্ত হয়। শতশত গাছ উপড়ে অন্তত পাঁচটি গ্রামে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।

দুইটি শিক্ষা প্রতিষ্ঠান সম্পূর্ণ বিধ্বস্ত হওয়ায় শিক্ষার্থীদের লেখাপড়া ও পরীক্ষা ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন বিদ্যালয়ের শিক্ষকরা।

(ওএস/এএস/মে ১৬, ২০১৪)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test