E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দিনাজপুরে ছুরি মেরে ব্যবসায়ীর ৩৩ লাখ টাকা ছিনতাই

২০১৫ মে ২৩ ১৬:৩৮:০২
দিনাজপুরে ছুরি মেরে ব্যবসায়ীর ৩৩ লাখ টাকা ছিনতাই

দিনাজপুর প্রতিনিধি : প্রকাশ্য দিবালোকে এক ব্যবসায়ীকে আঘাত করে ৩৩ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। এসময় ছিনতাইকারীদের ধারালো ছুরি ও চাপাতির আঘাতে আহত হয়েছেন ব্যবসায়ী হযরত আলী সরদার (৪০) ও তার কর্মচারি রনি ইসলাম (২০)।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে দিনাজপুরের পার্বতীপুর শহরের হলদীবাড়ী রেল গেট এলাকায় ৩৩ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা সংঘটিত হয়। আহতদের পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত হযরত আলী সরদার (৪০) দিনাজপুরের হাকিমপুরের দক্ষিণ বাসুদেবপুর গ্রামের ইয়াকুব আলীর পুত্র। তিনি হিলির সরদার ট্রেডার্সের মালিক ও হাকিমপুর ট্রাক মালিক গ্রুপের স্থলবন্দর শাখার যুগ্ম সম্পাদক।

স্থানীয়রা জানায়, প্রায় ৬/৭ জন ছিনতাইকারী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের দক্ষিণে পেট্রলপাম্পের নিকট পৌঁছলে ব্যবসায়ীর গতিরোধের চেষ্টা করে। পার্বতীপুরের হাবড়া থেকে পিছু নিয়ে হলদীবাড়ী রেলগেটে একই সঙ্গে পিছন থেকে চলন্ত অবস্থায় দুটি মোটরসাইকেল ব্যবসায়ীর মোটরসাইকেলে ধাক্কা মেরে হযরত আলী ও তার পিছনে বসা সঙ্গীকে ফেলে দেয় এবং ৩৩ লাখ টাকার ব্যাগটি ছিনিয়ে নেয়। এ সময় ধারালো ছুরি ও চাপাতি দিয়ে এলাপাতাড়ি কোপাতে থাকে ছিনতাইকারীরা। এসময় স্থানীয়রা এগিয়ে এলে তারা একটি চাপাতি ও মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। হযরত আলী ও তার সঙ্গী রনিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন হযরত আলী সরদার সাংবাদিকদের জানান, তিনি মোটরসাইকেলযোগে এলসির ৪১ লাখ টাকা সৈয়দপুর ইসলামী ব্যাংকে জমা দিতে হিলি থেকে যাত্রা করেন। ছিনতাইকারীরা একটি ব্যাগে থাকা ৩৩ লাখ টাকা ছিনিয়ে নিতে পারলেও প্যান্টের দু’পকেটে এবং সঙ্গীর কাছে থাকা ৮ লাখ টাকা নিতে ব্যর্থ হয়। শার্টের পকেট থেকে দুটি মোবাইল ফোনখোয়া গেছে।

ছিনতাইয়ের শিকার তিন ব্যক্তিরই অবস্থা গুরুত্বর। পরে পার্বতীপুর মডেল থানা পুলিশ অফিসার ইনচার্জ মাহাবুল আলম ঘটনা স্থালে যায়। আহতদের খোঁজ খবর নেয়।

পার্বতীপুর মডেল থানা পুলিশ অফিসার ইনচার্জ মাহাবুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
(ওএস/পিবি/মে ২৩,২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test