E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সিরাজগঞ্জে বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে নিহত ১০

২০১৫ মে ২৩ ২০:১০:১০
সিরাজগঞ্জে বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে নিহত ১০

সিরাজগঞ্জ প্রতিনিধি :  সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার সীমান্তবাজার এলাকায় ট্রাকের সঙ্গে দুই বাসের সংঘর্ষে ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪৭ যাত্রী।

শনিবার (২৩ মে) বিকেল সোয়া ৩টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের সীমান্তবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে গাইবান্ধার সাঘাটা উপজেলার গাছাবাড়ী গ্রামের মফিজ উদ্দিনের ছেলে আসাদুলের (২২) পরিচয় জানা গেছে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

আহতদের মধ্যে ২০/২৫ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের মধ্যে ২ জনকে ঢাকায় পাঠানো হয়েছে। বাকীদের সিরাজগঞ্জ সদর হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহতদের মধ্যে গাইবান্ধার সাঘাটা উপজেলার সাইফুর রহমান (৩০), আনিসুর (২০), সবুজ (১৮), কচুয়া গ্রামের চেন্টু সেখের ছেলে রেজাউল (৪০), পলাশপুর উপজেলার জামালপুর গ্রামের শাহ আলম (৩৫), জয়পুরহাটের কালাই থানার মাতরাই গ্রামের রুহুল আমিন (৩১), কায়ছার (৪২), তৈয়বুর (৩৫), জবিপুর গ্রামের লিটন (২৫), জিগালা উত্তরপাড়া গ্রামের বেলাল (৩০), বগুড়ার শিবগঞ্জ থানার আড়িমহন গ্রামের আলম, খড়গাড়া গ্রামের আ. হালিম (১৭) ও কাহালু উপজেলার গোয়ালিয়া গ্রামের এনামুলের (২৪) নাম-পরিচয় জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে দুর্ঘটনাস্থল সীমান্তবাজার এলাকায় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি ট্রাকের চাকা পাংচার হয়ে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা অন্তরা পরিবহনের একটি বাস ওই ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। সংঘর্ষ হয়। এর পরপরই অন্তরা পরিবহনের পিছনে থাকা নাবিল পরিবহনের অপর একটি বাস পিছন থেকে ধাক্কা দেয়। এতে ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলে ২ জনের মৃত্যু হয়। আহতদের দ্রুত সিরাজগঞ্জ হাসপাতালে নেওয়ার পথে ৪ জন ও চিকিৎসাধীন অবস্থায় আরও ৪ জনের মৃত্যু হয়।

এদিকে, সংঘর্ষে দুর্ঘটনাকবলিত অন্তর পরিবহন ও ট্রাকটি দুমড়ে-মুচড়ে গেছে। এ ঘটনার পর বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কড্ডার মোড় থেকে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত তীব্র যানজট দেখা দেয়। পরে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে।

অন্যদিকে, দুর্ঘটনার পরপরই সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাত মুন্না, জেলা প্রশাসক মো. বিল্লাল হোসেন ও সিভিল সার্জন ডা. মোহাম্মদ শামসুদ্দিনসহ প্রশাসনের ঊর্দ্ধতন কর্মর্তারা হাসপাতাল পরিদর্শন করেন এবং হতাহতদের খোঁজ-খবর নেন।

সিরাজগঞ্জ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ফরিদুল ইসলাম হতাহতের বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর হাসপাতালে আনার আগেই ৫ জন মারা যায়। গুরুত্বর আহতাবস্থায় ৫১ জনকে হাসপাতালে ভর্তি করা হলে এদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় আরও ৩ জন মারা যায়। আহতদের মধ্যে ২৫-৩০ জনের অবস্থা আশঙ্কাজনক।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি হেলাল উদ্দিন আরো জানান, হতাহতদের পরিচয় জানার জন্য সংশ্লিষ্ট বিভিন্ন থানায় ফোন করা হয়েছে। পরিবারের লোকজন এলে নিহতদের মৃতদেহ হস্তান্তর করা হবে।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে এবং দুর্ঘটনাকবলিত ট্রাক ও বাস থানা হেফাজতে নিয়ে আসা হচ্ছে বলেও তিনি জানান।

(ওএস/অ/মে ২৩, ২০১৫)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test