E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাদক বিরোধী অভিযানের সময় চিহ্নিত মাদক ব্যবসায়ীকে ছেড়ে দেওয়া হল

২০১৫ মে ২৪ ০১:০০:১৩
মাদক বিরোধী অভিযানের সময় চিহ্নিত মাদক ব্যবসায়ীকে ছেড়ে দেওয়া হল

ঈশ্বরদী(পাবনা)প্রতিনিধি : মাদক বিরোধী অভিযানে সময় ঈশ্বরদীতে আটকের পরও চিহ্নিত এক মাদক ব্যবসায়ীকে পাবনার ডিবির সদস্যরা ছেড়ে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার দুপুরে শহরের ব্লাকপাড়া (কাচারি পাড়া) এলাকার ‘হিরোইন পট্টি’তে অভিযানের সময় এঘটনা ঘটে।

তবে ডিবির সদস্যরা হিরোইন পট্টি থেকে মাদক ব্যবসায়ীর কর্মচারি ফজিলা বেগমকে গ্রেফতার করেছেন। সেখান থেকে উদ্ধার হয়েছে ৫০ গ্রাম ওজনের ৪২০ পুরিয়া হিরোইন। ফজিলা শহরের দরিনারিচা পশ্চিম টেংরি সুইপার কলোনিতে ভাড়া থাকে। জানা যায়, সে দৈনিক ৫০ টাকা হাজিরায় ওই হিরোইন পট্টিতে কাজ করতো।

ডিবির এক কর্মকর্তার জানান, হিরোইন বিক্রেতা আনু বেগম একজন ষ্ট্রোকের রোগী। ছয় মাসের মধ্যে মারা যেতে পারেন বলে মানবিক কারনে আমরা তাকে ছেড়ে দেয়া হয়েছে।

এলাকাবাসীরা জানান, গতকাল শনিবার ডিবি পুলিশের সদস্যরা আকস্মিক ভাবে শহরের পশ্চিম টেংরি ব্লাকপাড়ার (কাচারিপাড়া) হিরোইন পট্টিতে অভিযান চালান। ডিবি সদস্যরা এসময় সেখান থেকে হিরোইন বিক্রির অভিযোগে আনু বেগম নামে মাদক ব্যবসায়ীকে আটক করে পৌর ভূমি অফিসের সামনে বসিয়ে রাখে। দীর্ঘ সময় পর দুপুর ৩টার দিকে ডিবি সদস্যরা তাকে গ্রেফতার না করে ছেড়ে দেন। পরে ডিবি সদস্যরা হিরোইন পট্টির কর্মচারি ফজিলা বেগমকে আটক করে প্রথমে ঈশ্বরদী থানা ও পরে পাবনা ডিবি কার্যালয়ে নিয়ে যান। এলাকাবাসীর অভিযোগ, আনু বেগম এলাকার একজন চিহ্নিত হিরোইন ব্যবসায়ী এবং মাদক সম্রাজ্ঞী বলে চিহ্নিত। ইতিপূর্বেও আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনীর হাতে সে একাধিকবার গ্রেফতার হয়েছিল।

ঈশ্বরদী থানা সূত্রে জানা যায়, এঘটনায় পাবনা গোয়েন্দা বিভাগের ডিবি সদস্যদের পক্ষ থেকে ঈশ্বরদী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় পশ্চিম টেংরি এলাকার বরকি বাবু, মানিক ও রতনসহ পলাতক চারজনেকে আসামী করা হয়েছে। কিন্তু আনু বেগমকে আসামী করা হয়নি। মামলার বাদী হয়েছেন ডিবি কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক জয়ন্ত চন্দ্র বর্মণ।


(এসকেকে /এসসি/মে২৪,২০১৫)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test