E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দিনাজপুরে শিক্ষা উপবৃত্তি ও মাতৃত্বকালীন ভাতা বিতরণ অনুষ্ঠানে হুইপ

২০১৫ মে ২৪ ০১:০৭:৩৩
দিনাজপুরে শিক্ষা উপবৃত্তি ও মাতৃত্বকালীন ভাতা বিতরণ অনুষ্ঠানে হুইপ



দিনাজপুর প্রতিনিধি :জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বর্তমান সরকারকে শিক্ষাবান্ধব সরকার হিসেবে উল্লেখ করে বলেছেন, দেশে আধুনিক, বিজ্ঞানসম্মত, প্রযুক্তি নির্ভর এবং জ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা চালু করতেই আওয়ামীলীগ সরকার ২০০৮ সালে ক্ষমতা গ্রহনের পর স্বাধীনতার পরবর্তী প্রথম একটি জাতীয় শিক্ষানীতি প্রনয়ন করেছে। সেই শিক্ষানীতির আলোকেই দেশে একটি বিশ্বমানের শিক্ষাব্যবস্থা চালু করা হয়েছে।

তিনি গতকাল শনিবার বিকেলে দিনাজপুর সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে একটি বাড়ী একটি খামার প্রকল্প ও পল্লী সঞ্চয় ব্যাংক এর নবনির্মিত ভবনের উদ্বোধন এবং প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট হতে শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি প্রদান ও মাতৃত্বকালীন ভাতা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

হুইপ ইকবালুর রহিম বলেন, ২০০৮ সালের আগে শুধুমাত্র পাঠ্যবইয়ের অভাবে ষষ্ঠ শ্রেনী থেকে নবম শ্রেনী পর্যন্ত ৪৪ শতাংশ শিক্ষার্থী বিদ্যালয় থেকে ঝড়ে পরতো। কিন্তু এই সরকার ক্ষমতায় আসার পর বছরের প্রথম দিনেই দশম শ্রেনী পর্যন্ত প্রত্যেক শিক্ষার্থীকে বিনামুল্যে বই বিতরন কার্যক্রম শুরু করে এব যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। এ জন্য শুধুমাত্র ২০০৯ সালেই ৩’শ কোটি টাকার বই ছাপানো হয়েছে। এছাড়াও গরীব ও মেধাবী ছাত্রছাত্রীদের জন্য উপবৃত্তির ব্যবস্থা করা হয়েছে। ফলে দেশে শিক্ষার হার বেড়েছে, শিক্ষিতের হার বেড়েছে আর কমেছে দারিদ্রতা। ইকবালুর রহিম জানান, ভবিষ্যতে প্রত্যেকটি শিক্ষার্থীর জন্য এই উপবৃত্তি ব্যবস্থা চালু করা হবে।
হুইপ ইকবালুর রহিম বলেন, বর্তমান সরকার শিক্ষাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে শিক্ষা ক্ষেত্রে সর্বাধিক বাজেট বরাদ্দ করেছে। তিনি বলেন, এ সরকার ২০২১ সালের মধ্যে নিরক্ষরমুক্ত একটি জাতি এবং ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিনত করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

শিক্ষাক্ষেত্রে বর্তমান সরকারের সুযোগ সুবিধা কাজে লাগিয়ে হুইপ ইকবালুর রহিম শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে বলেণ, একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মানে এই প্রজন্মকেই উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হতে হবে।

সদর উপজেলায় বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের কথা উল্লেখ করে ইকবালুর রহিম বলেন, গত ৬ বছরে শুধুমাত্র এই উপজেলায় ১১’শ কোটি টাকার উন্নয়ন কাজ করা হয়েছে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দিনাজপুর সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু বক্কর সিদ্দিক, সদর উপজেলা চেয়ারম্যান ফরিদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান হাসমিন লুনা ও কোতয়ালী আওয়ামীলীগের সভাপতি ইমদাদ সরকার।

শেষে হুইপ ইকবালুর রহিম সদর উপজেলার ৪৫৭ জন শিক্ষার্থীর মাঝে ২৩ লাখ টাকা উপবৃত্তি এবং ৩৫০ জন মহিলার মধ্যে ১০ লাখ ৫০ হাজার টাকা মাতৃত্বকালীন ভাতা বিতরন করেন। এছাড়াও একটি বাড়ী একটি খামার প্রকল্পে ১০ লাখ টাকা বিতরন করা হয়।


(এটি /এসসি/মে২৪,২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test