E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দিনাজপুরে ঘূর্ণিঝড়ে ৫ জন নিহত

২০১৫ মে ২৪ ১৩:২৬:২৫
দিনাজপুরে ঘূর্ণিঝড়ে ৫ জন নিহত

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে ঘূর্ণিঝড়ে গর্ভবতী মহিলা ও নান-নাতিসহ ৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে অর্ধশতাধিক। ক্ষতিগ্রস্থ হয়েছে শত শত ঘরবাড়ী, ভেঙ্গে ও উপড়ে গেছে হাজার হাজার গাছ। বৈদুত্যিক খুটি ভেঙ্গে পড়ে বিভিন্ন স্থানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। এছাড়াও মহাসড়কে গাছ ভেঙ্গে পড়ায় দিনাজপুর-ঢাকা মহাসড়কে যোগাযোগে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে।

গতরাতে দু’দফায় ঘূর্ণিঝড়ের তান্ডব শুরু হয় দিনাজপুরের সদর, ফুলবাড়ী, চিরিরবন্দর, নবাবগঞ্জসহ বেশ কয়েকটি উপজেলায়। ঘূর্ণিঝড়েরর তান্ডবে দেয়াল ধ্বসে ও গাছ চাপা পড়ে নিহত হয়েছে ৫ জন। এরা হচ্ছে- ফুলবাড়ী উপজেলার খয়েরপুকুর গ্রামের মুকুল চন্দ্র রায়ের গর্ভবতী স্ত্রী মিতু রায় (২২) নবাবগঞ্জ উপজেলার হাতিশাল গ্রামের নানা সিরাজুল ইসলাম (৬০) ও তার নাতী সাব্বির (৮) এবং চিরিরবন্দর উপজেলার কামারপাড়া গ্রামে এবং সুকদেবপুর গ্রামে ২ মহিলা নিহত হয়েছে।
এদিকে ঝড়ে দিনাজপুর সদর, চিরিরবন্দর, ফুলবাড়ী, নবাবগঞ্জসহ বেশ কয়েকটি উপজেলার শত শত ঘরবাড়ী বিধ্বস্ত হয়। উপড়ে ও ভেঙ্গে পড়েছে হাজার গাছপালা। এতে লিচু ও আমের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়াও দিনাজপুর সদর উপজেলার নশিপুর গ্রামসহ বিভিন্ন স্থানে বৈদুতিক খুটি ভেঙ্গে পড়ায় বিভিন্ন স্থানে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।
দিনাজপুর-ঢাকা মহাসড়কের উপর গাছ ভেঙ্গে পড়ায় যোগাযোগে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। সৃষ্টি হয়েছে যানজট।
(এটি/পিবি/মে ২৪,২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test