E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গোপালগঞ্জে ডাক্তার ও নার্সদের চলমান কর্মবিরতির স্থগিত ঘোষণা

২০১৫ মে ২৪ ১৬:৫২:৫২
গোপালগঞ্জে ডাক্তার ও নার্সদের চলমান কর্মবিরতির স্থগিত ঘোষণা

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে ডাক্তার ও নার্সদের চলমান কর্মবিরতি কর্মসূচী ৭ দিনের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে। রবিবার বেলা আড়াইটায় গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের অফিস কক্ষে বিএমএ নেতৃবৃন্দ এ ঘোষণা দেন। বিএমএ, গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি ডাঃ আবিদ হাসান, সাধারণ সম্পাদক চৌধুরী শফিকুল ইসলামসহ চিকিৎসক নেতারা এ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন।

টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হামলা-ভাংচুর ও ডাক্তার-নার্সদের মারধরের প্রতিবাদে শনিবার থেকে জেলার সব সরকারি ও বে-সরকারি হাসপাতাল গুলোতে চিকিৎসা সেবা বন্ধ করে দেয়া হয়। প্রশাসনের পক্ষ থেকে দোষীদের শাস্তির আশ্বাসের প্রেক্ষিতে ৭ দিনের জন্য বিএমএ নেতৃবৃন্দ তাদের ধর্মঘট স্থগিত করার ঘোষণা দেন। তবে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সব ধরনের চিকিৎসা সেবা বন্ধ থাকবে বলে তারা জানিয়েছেন।
এর আগে সকালে হামলা-ভাংচুর এবং চিকিৎসক, নার্স ও কর্মচারীদের মারধরের প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে চিকিৎসক, নার্স ও হাসপাতাল কর্মকর্তা-কর্মচারীরা। গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সামনের রাস্তায় ঘন্টাব্যাপি এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এদিকে, দ্বিতীয় দিনের মতো জেলার সকল সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসকদের কর্ম-বিরতি কর্মসূচি পালিত হওয়ায় ভোগান্তী হয়েছে রোগীদের।
টুঙ্গিপাড়া থানার এসআই একরাম হোসেন জানিয়েছেন, এ ঘটনায় দায়েরকৃত মামলায় আসামী করা হয়েছে ২ সহস্রাধীক লোককে। আটককৃত ১১ জনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
(এমএইচএম/পিবি/মে ২৪,২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test