E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

অসহায় গৃহবধুকে আর্থিক সহযোগিতা করলো ইতালী প্রবাসী

২০১৫ মে ২৪ ১৭:৫১:৪৫
অসহায় গৃহবধুকে আর্থিক সহযোগিতা করলো ইতালী প্রবাসী

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর সদর উপজেলার চর খোয়াজপুর গ্রামে নেশাখোর স্বামী লিটন মন্ডলের অমানবিক নির্যাতনে অনিমা মন্ডল (৩৮) নামের এক গৃহবধূ প্রায় স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। টাকার অভাবে তাকে ঢাকা নিয়ে চিকিৎসা করানো সম্ভব না থাকায় দিশেহারা হয়ে পড়ে ঐ গৃহবুধর ছেলে-মেয়েসহ পরিবারের লোকজন।

ঐ অসহায় গরীব গৃহবুধকে আর্থিক সহযোগিতা করলেন মাদারীপুর ও ফরিদপুর সমিতির সভাপতি ইতালী প্রবাসী জনি মিয়া। বিদেশ থেকে পাঠানো ১০ হাজার টাকা রবিবার দুপুরে নির্যাতিতা অনিমা মন্ডলের বোন রিক্তা সরকারের হাতে তুলে দেন মাদারীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে নির্যাতনের ঘটনাটি বিভিন্ন মিডিয়ায় প্রকাশ হয়। ইন্টারনেটের মাধ্যমে মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর গ্রামের মিয়া বাড়ির মরহুম আফতাব উদ্দিন মিয়ার ছেলে মাদারীপুর ও ফরিদপুর সমিতির সভাপতি ইতালী প্রবাসী ওদুদ মিয়া ওরফে জনি মিয়া দেখতে পান।

সংবাদটি দেখে সে সাংবাদিক আয়শা সিদ্দিকা আকাশীকে মানিগ্রামের মাধ্যমে ১০ হাজার টাকা পাঠান।
রবিবার দুপুরে মাদারীপুর সদর উপজেলা পরিষদ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে মাদারীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান অসহায় পরিবারটির হাতে ঐ টাকা তুলে দেন।

এসময় ঐ পরিবারের সদস্যসহ আরো উপস্থিত ছিলেন পরিবেশবাদী সংগঠন ফ্রেন্ডস অভ নেচারের প্রতিষ্ঠাতা পরিচালক রাজন মাহমুদ, সাংস্কৃতিককর্মী এনায়েত হোসেন নান্নু, মস্তফাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুদ্দুস মল্লিক, সাংবাদিক আয়শা সিদ্দিকা আকাশী ও এসএম আরাফাত হাসান প্রমুখ।

টাকা হাতে পেয়ে কান্নায় ভেঙ্গে পড়েন ঐ গৃহবধুর বোন রিক্তা সরকার। তিনি এসময় বলেন, এই টাকাটা আমাদের চিকিৎসার ব্যাপারে অনেক উপকারে আসবে। এখন ঢাকা নিয়ে ডাক্তারের কথামতো ওর মাথার সিটিস্কিনিংও করাতে পারবো।

(এএসএ/এএস/মে ২৪, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test