E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাদারীপুরে বেতন-ভাতার দাবিতে বিক্ষোভ

২০১৫ মে ২৪ ১৭:৫৪:২৯
মাদারীপুরে বেতন-ভাতার দাবিতে বিক্ষোভ

মাদারীপুর প্রতিনিধি : বেতন, চাকুরী কমিশনসহ অস্থায়ী কর্মচারীদের চাকুরী স্থায়ীকরণ করার দাবিতে মাদারীপুরে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও স্মারক লিপি প্রদান করেছে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের মাদারীপুর জেলা শাখার সদস্যরা।

রবিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের মাদারীপুর জেলা শাখার সভাপতি সৈয়দ মাইনুল হক, সাধারণ সম্পাদক মো. বোরহান উদ্দিন, সহ-সভাপতি হান্নান আব্দুর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মনজুর আলীসহ অন্যরা।

সমাবেশে বক্তারা বলেন, বার্ষিক বেতন বৃদ্ধির চলমান প্রক্রিয়া প্রতি বছরের জুলাই মাসে কার্যকর করার প্রস্তাবে কর্মচারীদের প্রাপ্য চলমান আর্থিক সুবিধা ব্যাহত হবে। এছাড়াও পুলিশের ন্যায় মানসম্মত রেশন প্রদান, শতভাগ বাড়িভাড়া, চিকিৎসা ভাতা, সন্তানের শিক্ষা ভাতা, টিফিন ভাতা, ঝুঁকি, পাহাড়ী ও দুর্যোগ ভাতা, জুডিশিয়াল ভাতা, পদবি পরিবর্তনসহ বিভিন্ন দাবি তুলে ধরেন বক্তারা।

এরপর মাদারীপুরের জেলা প্রশাসক জি এস এম জাফরউল্লাহর কাছে স্মারক লিপি প্রদান করা হয়।

(এএসএ/এএস/মে ২৪, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test