E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নড়াইলে পেশাজীবী গাড়ি চালকদের দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

২০১৫ মে ২৪ ১৮:৩০:৩৬
নড়াইলে পেশাজীবী গাড়ি চালকদের দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

নড়াইল প্রতিনিধি : নড়াইলে পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমুলক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) যশোর সার্কেলের আয়োজনে এবং নড়াইল জেলা প্রশাসনের সহযোগিতা এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

নড়াইলের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ও ড্রাইভিং কম্পিটেন্সী টেস্টবোর্ড নড়াইলের সভাপতি এস এম নাজিম উদ্দিনের সভাপতিত্বে বক্তৃতা করেন প্রধান অতিথি জেলা প্রশাসক আব্দুল গাফফার খান, বিশেষ অতিথি পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি শ্রমিক নেতা সাদেক আহম্মেদ খান, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু, পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর মো. সিদ্দিকুর রহমান প্রমুখ।

স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি ( বিআরটিএ) যশোর সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি.) শেখ আশরাকুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা ট্রাক ও ট্রাংকলরী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. জিয়াউল হক, রেন্ট এ কার নড়াইলের প্রচার সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, নিরাপদ সড়ক চাই জেলা শাখার সাধারণ সম্পাদক সৈয়দ খায়রুলল আলম, প্রমুখ।

কর্মশালায়, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালকদের নিয়ম-কানুন মেনে গাড়ি চালানোর আহবান জানানো হয়।

(টিএআর/এএস/মে ২৪, ২০১৫)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test