E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় পল্লী বিদ্যুৎ অফিসে হামলা

২০১৫ মে ২৪ ১৮:৪১:৫৮
বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় পল্লী বিদ্যুৎ অফিসে হামলা

বরগুনা প্রতিনিধি : গ্রীষ্মের প্রচন্ড খরতাপে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় শনিবার রাত দশটার দিকে বরগুনার পল্লী বিদ্যুত অফিসে হামলা চালায় একদল বিক্ষুব্ধ জনতা। এসময় বিক্ষুব্ধ জনতা পল্লী বিদ্যুত অফিসের গেটসহ সামনে থাকা একটি টেবিল ভাংচুর করে।

এ ঘটনায় বাদী হয়ে রবিবার(২৪মে) বরগুনা থানায় একটি মামলা দায়ের করেছেন পল্লী বিদ্যুতের ডিজিএম মোঃ সাইফুল ইসলাম। মামলায় চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২০-২৫ জনের কথা বলা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, মামলায় যে চারজনের নাম উল্লেখ করা হয়েছে তাদের মধ্যে তিনজনই মামা ভাগ্নে। ঝুলণ শীল (৪২) নামের একজন মুদি দোকানী, মিলন শীল (৩০) নামের একজন মোবাইল ফোন কম্পানী টেলিটকের বরগুনা অফিসে কাজ করেন। অপর আসামী সুজনশীল (২৪) বর্তমানে অনার্স শেষ বর্ষের ছাত্র।

এ দিকে মামলার চার অভিযুক্তের একজন মিলন শীল জানান, সম্প্রতি অনুষ্ঠিত পল্লি বিদ্যুৎ সমিতির নির্বাচনী জের হিসেবে হয়রানিমুলকভাবে তাদেরকে এ মামলায় জড়ানো হয়েছে। তিনি আরও বলেন, পল্লী বিদ্যুতের ডিজিএম সাহেব তাদের কাউকেই চেনেন না। তিনি অন্যের কথায় প্ররোচিত হয়ে তাদেরকে হয়রানিমূলকভাবে অভিযুক্ত করেছেন।

এ বিষয়ে পল্লী বিদ্যুৎ বরগুনা অফিসের একজন নিরাপত্তা কর্মী লিটন চন্দ্র বলেন, ঘটনার সময়ে তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। বিক্ষুব্ধরা সেসময় পল্লী বিদ্যুতের গেটে হামলা চালায় এবং একটি টেবিল ভাংচুর করে। লিমন আচার্য্য নামের একজনকে তিনি দেখেছেন তবে সুজনশীলসহ অন্যদের বিষয়ে তিনি কিছু জানেন না বলেও জানান।

এ বিষয়ে পল্লী বিদ্যুৎ বরগুনার ডিজিএম মোঃ সাইফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মীদের কাছ থেকে তথ্য নিয়ে এ মামলায় অভিযুক্তদের নাম দেয়া হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত পল্লী বিদ্যুতের পরিচালক নির্বাচনের জের হিসেবে কাউকে মামলায় জড়ানো হয়েছে কি না সে বিষয়ে তিনি খোঁজ নিয়ে দেখবেন বলেও জানান।

এ বিষয়ে বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ হোসেন পিপিএম জানান, যথাযথ তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে। কাউকে হয়রানিমূলকভাবে জড়ানো হলে তাও তদন্তে বেরিয়ে আসবে বলে তিনি জানান।

(এমএইচ/এএস/মে ২৪, ২০১৫)

পাঠকের মতামত:

৩০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test