E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

জকিগঞ্জে ছাত্রদলের কমিটি প্রত্যাখান করে বিবৃতি

২০১৫ মে ২৪ ২১:২৭:৫৮
জকিগঞ্জে ছাত্রদলের কমিটি প্রত্যাখান করে বিবৃতি

জকিগঞ্জ প্রতিনিধি : সিলেটের জকিগঞ্জে নবগঠিত জকিগঞ্জ উপজেলা ও পৌর ছাত্রদলের আহবায়ক কমিটি প্রত্যাখান করে সদ্য বিলুপ্ত উপজেলা ও পৌর ছাত্রদল নেতৃবৃন্দ গণমাধ্যমে এক যৌথ বিবৃতি দিয়েছেন।

বিবৃতিদাতারা হলেন, সদ্য বিলুপ্ত জকিগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি ইসমাইল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন চৌধুরী সাকিব, যুগ্ম সাধারণ সম্পাদক সামছুল ইসলাম লেইছ, জকিগঞ্জ পৌর ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সালাম, সহ-সাধারণ সম্পাদক জুনেদ আহমদ, সুলতানপুর ইউপি ছাত্রদলের আহবায়ক জিয়াউর রহমান, কসকনপুর ইউপি ছাত্রদলের আহবায়ক সাহেদুজ্জামান, বীরশ্রী ইউপি আহবায়ক ফয়সল আহমদ, কাজলশাহ ইউপি আহবায়ক সাদিকুর রহমান, মানিকপুর ইউপি যুগ্ম আহবায়ক খায়রুল ইসলাম, জকিগঞ্জ ইউপি আহবায়ক জিল্লুর রহমান, বারঠাকুরী ইউপি যুগ্ম আহবায়ক সাদ্দাম হোসেন, বারহাল ইউপি যুগ্ম আহবায়ক জুনেদ আহমদ খান, খলাছড়া ইউপি আহবায়ক দেলওয়ার হোসেনসহ উপজেলা ও পৌরসভা ছাত্রদলের তৃণমূল পর্যায়ের নেতা কর্মীরা এই কমিটিকে প্রত্যাখান করেছেন।

বিবৃতিতে ছাত্রদল নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিন যাবৎ যারা জকিগঞ্জ উপজেলা ও পৌরসভায় আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছেন তাদের বাদ দিয়ে সুযোগ সন্ধানী নিষ্ক্রিয়দের নিয়ে ষড়যন্ত্রকারী মহল ব্যক্তি সুবিধা হাসিলের স্বার্থে আহবায়ক কমিটি গঠন করেছেন।

উপজেলার ত্যাগী তৃণমূল ছাত্রদলের নেতা-কর্মীদের বাদ দিয়ে পৌর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি’কে উপজেলা ছাত্রদলের আহবায়ক করায় ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।

অপরদিকে পৌর ছাত্রদলের আহবায়ক হিসাবে যাকে দায়িত্ব প্রদান করা হয়েছে তিনি জকিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক পদে থাকায় তূণমূল ছাত্রদলের নেতা কর্মীরা আরও হতাশ হয়েছে। বিভিন্ন পাড়া মহল্লার নেতাকর্মী বাদ দিয়ে একই গ্রামের দুই ব্যক্তিকে উপজেলা ও পৌরসভা ছাত্রদল আহবায়কের দায়িত্ব প্রদান করায় নেতাকর্মীরা তীব্র নিন্দা জানিয়েছে।

তারা আরও বলেন, এই দুই কমিটি জকিগঞ্জ উপজেলা ও পৌর ছাত্রদলের ভিত্তি বিনষ্ট করার একটি অংশ। বিগত দিন রাজপথে আওয়ামী সরকারের পতনের লক্ষ্যে কেন্দ্রীয় সকল কর্মসূচি যারা পালন করেছে তাদের বিরুদ্ধে ডজন খানিক মামলা হলেও তাদেরকে সঠিক মূল্যায়ন করা হয়নি।

তৃণমূল ছাত্রদলের অতীত ইতিহাস বিনষ্ট করতে ও আওয়ামী সরকারের এজেন্ডা বাস্তবায়নে প্রবাসী সুযোগ সন্ধানী এক নেতার ষড়যন্ত্রে এ কমিটি গঠন হয়েছে।

বিবৃতিদাতারা অনতিবিলম্বে উপজেলা ও পৌর ছাত্রদলের কমিটি বিলুপ্ত করার আহবান জানিয়েছেন। অন্যথায় তৃণমূল ছাত্রদল নেতাকর্মীরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

(এসপি/পিএস/মে ২৪, ২০১৫)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test