E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কালিয়ার সাংবাদিক মিটুর জমি অবশেষে দখলমুক্ত

২০১৫ মে ২৪ ২১:৩৯:১০
কালিয়ার সাংবাদিক মিটুর জমি অবশেষে দখলমুক্ত

কালিয়া (নড়াইল) প্রতিনিধি : সন্ত্রাসী হামলায় পঙ্গু নড়াইলের কালিয়ার সমকাল সাংবাদিক ও কালিয়া প্রেসক্লাবের সভাপতি মশিউল হক মিটুর ইজারা নেওয়া সেই সরকারি জমি ২৭ দিন পর রবিবার অবশেষে অবৈধ দখলমুক্ত করেছে কালিয়ার স্থানীয় প্রশাসন।

সংশ্লিষ্ট সূত্র ও এলাকাবাসীরা জানান, সাংবাদিক মিটুর ওপর গুলি ও বোমা হামলা চালিয়ে পঙ্গু করার ঘটনায় দায়েরকৃত মামলার কয়েকজন আসামীর আইনজীবী কলাবাড়িয়া গ্রামের অ্যাডঃ অলিউর রহমান (ওলি) তার মক্কেলদের বিরুদ্ধে সাক্ষ্য না দেয়ার জন্য মিটুকে চাপ দিলে তিনি প্রত্যাখান করায় গত ২৭ এপ্রিল ওই আইনজীবীর শ্যালক মাহামুদ, একাধিক মামলার আসামী হবিবার শেখ, তারিক শেখ, অঙ্গুর শেখ, বশির মৃধা ও নাসির মৃধা ও মহম্মাদ মৃধাসহ ১০/১৫ জন অগ্নেয়াস্ত্রসহ রামদা, সামুরা, চাপতি, কুড়াল ও শাবল নিয়ে মিটুর ভোগদখলীয় ইজারা নেয়া সরকারি সম্পত্তি জবরদখল করে নেয়। ওই সাংবাদিক নিষেধ করতে গেলে তাকে হত্যার চেষ্টা চালায়।

ঘটনাটি সংবাদপত্রে প্রকাশসহ স্থানীয় প্রশাসনকে অবহিত করার ২৭ দিন পর ওই দিন দুপুর ২টার দিকে কলাবাড়িয়া ইউনিয়ন উপ-সহকারি ভূমি কর্মকর্তার নেতৃত্বে ও পুলিশের উপস্থিতিতে অবৈধ দখলদার ওলি বাহিনীর রোপন করা কলাগাছ কেটে ফেলে অবৈধ দখলমুক্ত করা হয়।

এর আগে ১৭ মে ইউএনও দখল মুক্ত করতে এলে তিনি ওই বাহিনীর বাধার মুখে ফিরে যান। কালিয়ার ইউএনও মোঃ শাহিন হোসেন বলেছেন, সরকারি সম্পত্তিতে অবৈধ দখলদারদের থাকার কোন অধিকার নেই। তাই ওই জমি থেকে অবৈধ দখলদার উচ্ছেদ করে দখল মুক্ত করা হয়েছে।

(এমএইচএম/পিএস/মে ২৪, ২০১৫)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test