E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘ন্যায়ের পক্ষে আইনের শাসন গড়ে তুলতে হবে’

২০১৫ মে ২৫ ১৬:১৪:৩৭
‘ন্যায়ের পক্ষে আইনের শাসন গড়ে তুলতে হবে’

ঈশ্বরদী (পাবনা)প্রতিনিধি : সন্ত্রাস, মানবতা, মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র বিরোধীদের আইনী সহায়তা প্রদান না করে ন্যায়ের পক্ষে আইনের শাসন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ এম.পি । রবিবার সন্ধ্যায় পাবনা জেলা বার সমিতি কর্তৃক ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ ভূমিকা এবং পাবনা জেলার সার্বিক উন্নয়নে অসামান্য অবদান রাখায় ভূমি মন্ত্রীকে দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ আইনজীবিদের এ আহ্বান জানান।

ভূমি মন্ত্রী শরীফ বলেন, সমাজে ন্যায়ের বিচ্যুত ঘটলেই আইনজীবিগণ সুপরামর্শ প্রদানের মাধ্যমে আইনের শাসন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি বলেন, সন্ত্রাস, দুর্নীতি ও মানবতা বিরোধী অপরাধীদের সাথে কোন আপোষ নেই। দল-মত নির্বিশেষে সকলকেই আইন মেনে চলতে হয়। মন্ত্রী আইনের শাসন ও সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলতে সকলের প্রতি আহ্বান জানান। ভূমি মন্ত্রী পদ্মা নদীর পাড়ে একটি সার কারখানা গড়ে তোলার ইচ্ছা ব্যক্ত করেন। তিনি পাবনার ঐতিহাসিক ১৩২ বছরের পুরনো পাবনা জেলা বার সমিতির জরাজীর্ণ ভবন সংস্কার বা নির্মাণে এবং পাবনা বার সংলগ্ন পাশের সরু রাস্তা সম্প্রসারণে পর্যায়ক্রমে সরকারি সহায়তা প্রদানের আশ্বাস দেন।
পাবনা জেলা এডভোকেট বার সমিতির সভাপতি এডভোকেট শাহজাহান আলী মন্ডলের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে আবদুর রহিম খান, তফিজ উদ্দিন, মির্জা আজিজুর রহমান, জহির আলী কাদেরী, আঃ মতিন মিয়া, মোস্তাফিজুর রহমান খান কামাল, আজিজুল হক, শাহ আলম, বেলায়েত আলী বিল্লু, মোকতার হোসেন, হেলাল উদ্দিন ও হোসেন শহীদ সোহরাওয়ার্দী প্রমুখ আইনজীবি বক্তব্য রাখেন।
(এসকে/পিবি/মে ২৫,২০১৫)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test