E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বড়লেখায় ৮০ লক্ষ টাকা ব্যয়ে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন

২০১৫ মে ২৫ ১৬:২০:২৮
বড়লেখায় ৮০ লক্ষ টাকা ব্যয়ে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি : ‘জাতীয় সংসদের হুইপ মো: শাহাব উদ্দিন এমপি বলেছেন, ‘আওয়ামী লীগ সরকার দেশের বিদ্যুৎ সমস্যার সমাধান করেছে। আর অন্য দিকে বিএনপি-জামায়াত জোট সরকার বিদ্যুৎ দিতে পারে নাই, তারা জনগণকে দিয়েছে গুলি।

হুইপ রবিবার রাতে মৌলভীবাজারের বড়লেখা পৌর শহরের পানিদার গ্রামে বিদ্যুতায়নের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
হুইপ বিএনপি সরকারের আমলে কানসাটে বিদ্যুতের দাবিতে আন্দোলনকারীদের ওপর গুলিবর্ষণের বিষয়টি উল্লেখ করে বলেন, ‘বিএনপি-জামায়াত বিদ্যুৎ দিতে পারে নাই ওই অঞ্চলের মানুষকে তারা দিয়েছে গুলি। বিদ্যুতের জন্য আন্দোলন করায় তারা সাধারণ মানুষের উপর গুলি চালিয়েছিল।
আলোচনা সভায় হুইপ বলেন, ‘বিএনপি বিদ্যুৎ দিতে পারে না। কিন্তু আওয়ামী লীগ বিদ্যুৎ দিলে ওই বিদ্যুৎ কেন্দ্র পুড়িয়ে ধ্বংস করে। বিএনপি মানেই ধ্বংসের রাজনীতি করা। জামায়াত মানেই ধ্বংসের রাজনীতি করা। তারা মানুষের ধ্বংস করতে পারে। এদের মতো জঘন্য রাজনীতি বাংলাদেশের মানুষ আর দেখে নাই।’
নির্বাচনী এলাকার বড়লেখা উপজেলায় প্রায় ৮০ লক্ষ টাকা ব্যয়ে ৩৭২ পরিবারের মাঝে বিদ্যুতায়নের উদ্বোধন করেছেন জাতীয় সংসদের হুইপ মো: শাহাব উদ্দিন এমপি। হুইপ উপজেলার উত্তর শাহবাজপুর ইউপির পাবনিয়া, পৌর শহরের পানিদার, ভোলাডহর, দক্ষিণশাহবাজপুর ইউপির মুড়াউল, দক্ষিণভাগ ইউপির কালার টিলা ও দাসের বাজার ইউপির পানিসাওয়া গ্রামে বিদ্যুতায়নের উদ্বোধন করেন। উক্ত বিদ্যুতায়নের উদ্বোধনী অনুষ্ঠানে হুইপ প্রধান অতিথির বক্তব্য রাখেন।
রোববার রাতে পৌর শহরের পানিদার গ্রামে বিদ্যুতায়নের উদ্বোধনী অনুষ্ঠানে কাউন্সিলর আলী আহমদ চৌধুরী জায়েদের সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা জাকির হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হুইপ মো: শাহাব উদ্দিন এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস, পল্লী বিদ্যুৎ বড়লেখা জোনাল অফিসের ডিজিএম নীল মাধব বণিক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ার উদ্দিন প্রমুখ।

(এলএস/পিবি/মে ২৫,২০১৫)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test