E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পিরোজপুরের উপজেলা সংরক্ষিত মহিলা সদস্য নির্বাচন

৭ উপজেলার ৫ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

২০১৫ মে ২৫ ২০:১৬:১৩
৭ উপজেলার ৫ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুর জেলার বিভিন্ন উপজেলা পরিষদের সংরক্ষিত আসনে নির্বচনের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৫ জন নারী সদস্য নির্বাচিত হয়েছেন।

উপজেলা সংরক্ষিত আসনের মহিলা সদস্য নির্বাচন ২০১৫ এর জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোঃ আরিফুর হক জানান, ২৩ মে মনোনয়নপত্র বাছাইয়ের দিন পর্যন্ত অন্য কেউ প্রার্থীতা দাখিল না করায় আজ সোমবার ওই ৫ জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষনা করা হয়। এরা হলেন ভান্ডারিয়ার উপজেলার ৩নং ওয়ার্ডের মোসাঃ সালমা আহমেদ, ১নং ওয়ার্ডের নিলুফার বেগম, নেছারাবাদ উপজেলার ৩নং ওয়ার্ডের হাসিনা খান মনি, ২নং ওয়ার্ডের রাশিদা বেগম এবং নাজিরপুর উপজেলার ১নং ওয়ার্ডের দীপালি রানী।

উল্লেখ্য, গত ১৫ মে জেলার ৭ টি উপজেলা পরিষদের সংরক্ষিত আসনের মহিলা সদস্য নির্বাচনের তারিখ ঘোষনা করে জেলা নির্বাচন অফিস। ২১ মে মনোনয়ন পত্র দাখিল ২৩ মে রির্টানিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাই করা হয়। এছাড়া ৩০ মে মনোনয়ন প্রত্যাহার এবং আগামী ১৫ জুন নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ নির্বাচনের রির্টানিং অফিস সূত্রে জানা যায়, ২১ মে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ৭টি উপজেলায় ৩৭ জন মহিলা সংরক্ষিত আসনে নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে সদর উপজেলায় ৬ জন, নাজিরপুর উপজেলায় ৬ জন, নেছারাবাদ উপজেলায় ৭ জন, কাউখালী উপজেলায় ৬ জন, ভান্ডারিয়া উপজেলায় ২ জন, মঠবাড়িয়া উপজেলায় ৮ জন এবং জিয়ানগর উপজেলায় ২ জন।

এছাড়া ৩ টি পৌরসভাসহ ৭ টি উপজেলায় মোট ভোটার সংখ্যা ১৬৫ জন। প্রতিটি ইউনিয়নে নির্বাচিত ৩ জন করে মহিলা সদস্য এবং প্রতিটি পৌরসভায় নির্বাচিত ৩ জন করে কাউন্সিলররা এ নির্বাচনে ভোটার হিসেবে গন্য হবেন।

মোট ভোটারের মধ্যে সদর উপজেলায় ২৪ জন, নাজিরপুর উপজেলায় ২৭ জন, নেছারাবাদ উপজেলায় ৩৩ জন, কাউখালী ১৫ জন, ভান্ডারিয়া ২১ জন, মঠবাড়িয়া ৩৬ জন এবং জিয়ানগর ৯ জন। এছাড়াও পিরোজপুর, নেছারাবাদ ও মঠবাড়িয়া পৌরসভায় ৩ জন করে মোট ৯ জন ভোটার।

পিরোজপুর জেলার ৭টি উপজেলা পরিষদের সংরক্ষিত আসনের মহিলা সদস্য নির্বাচনের সময়সূচী অনুযায়ী আজ ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।

উপজেলা পরিষদের সংরক্ষিত আসনের মহিলা সদস্য নির্বাচনে পিরোজপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও মহিলা সংরক্ষিত সদস্য নির্বাচনের জেলার রির্টানিং অফিসার মোঃ আরিফুল হক বিগত ১৫ মে নির্বাচন সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছিলেন। সে অনুযায়ী ২১ মে মনোনয়নপত্র দাখিল এবং ২৩ মে রির্টানিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাই করা হয়।

সংরক্ষিত আসনের বিপরীতে এ নির্বাচনে ১৫ জুন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহন করা হবে বলে সর্বশেষ নির্বাচন কমিশন সূত্রে সিদ্ধান্ত রয়েছে বলে নির্বাচন কর্মকর্তা ও উপজেলা পরিষদের সংরক্ষিত আসনের মহিলা সদস্য নির্বাচন ২০১৫ এর রিটার্নিং অফিসার জানান। এ জাতীয় নির্বাচন এ জেলায় প্রথম হচ্ছে।

(এসএ/পিএস/মে ২৫, ২০১৫)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test