E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গোপালগঞ্জে পিতা হত্যার দায়ে পুত্র শ্রীঘরে

২০১৫ মে ২৬ ১৯:০০:৪৫
গোপালগঞ্জে পিতা হত্যার দায়ে পুত্র শ্রীঘরে

গোপালগঞ্জ প্রতিনিধি : দীর্ঘ ৭ বছর থেমে থাকার পর গোপালগঞ্জের চাঞ্চল্যকর সাবেক ইউপি-চেয়ারম্যান পিনাকী রঞ্জন বিশ্বাস (পিন্টু বিশ্বাস) হত্যা মামলার বিচার প্রক্রিয়া পুনরায় শুরু হয়েছে। এ মামলার বাদী পিন্টু বিশ্বাসের ছেলে প্রণব বিশ্বাস (বাপি)কে প্রধান আসামী হিসেবে জেল-হাজতে পাঠিয়েছে আদালত।

আজ মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে শুনানীকালে বিচারক বেগম নুসরাত জাবিন নিম্মী মামলার বাদী প্রণব বিশ্বাস (বাপি)কে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

একই সাথে আদালত সিআইডির দেয়া চার্জশীট গ্রহণ করেছেন। এছাড়া বাদীর দায়েরকৃত মামলাটি খারিজ করেছেন এবং ওই মামলার ১২ আসামীকে মামলা থেকে অব্যাহতি দিয়েছেন। পাশাপাশি এ সংক্রান্তে গোপালগঞ্জ বৌলতলী পুলিশ-ফাঁড়ির সাবেক উপ-পরিদর্শক ইব্রাহীম পাটোয়ারীর দায়েরকৃত সুয়োমটো মামলার বিচার প্রক্রিয়া শুরু করেছেন। আরও ৪ জনের বিরুদ্ধে আদালত গ্রেফতারী পরোয়ানা জারি করেছেন।

প্রসঙ্গত, ২০০৭ সালের ২২ নবেম্বর গভীর রাতের যে কোন সময় গোপালগঞ্জের সাতপাড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান পিনাকী রঞ্জন বিশ্বাস (পিন্টু বিশ্বাস) খুন হন। ২৩ নবেম্বর তার ছেলে প্রনব বিশ্বাস (বাপি) বাদি হয়ে বর্তমান চেয়ারম্যান ধনীন্দ্রনাথ বিশ্বাস ও তার ভাই মনীন্দ্রনাথ বিশ্বাসসহ ১২ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করে। ওই মামলার তৎকালিন তদন্ত কর্মকর্তা বৌলতলী পুলিশ-ফাঁড়ির উপ-পরিদর্শক ইব্রাহীম পাটোয়ারী তদন্ত শেষে বাদীসহ ৫ জনকে আসামী করে সুয়োমটো মামলা দায়ের করেন। এরপর বাদির না-রাজির প্রেক্ষিতে মামলাটি তদন্তের দায়িত্ব সিআইডি’র ওপর দেয়া হয়। দীর্ঘ সময় তদন্তাধীন থাকার পর সিআইডি চার্জশীট দাখিল করে এবং মঙ্গলবার আদালত তা গ্রহণ করে বাদিকে আটক করে মামলার বিচার প্রক্রিয়া পুনরায় শুরু করেন।

(এমএইচএম/এএস/মে ২৬, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test