E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাত খুন : তৃতীয় দিনের গণশুনানি চলছে

২০১৪ মে ১৭ ১১:৫৪:০৬
সাত খুন : তৃতীয় দিনের গণশুনানি চলছে

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের ঘটনায় তৃতীয় দিনের মতো গণশুনানি চলছে। শনিবার বেলা পৌনে ১১টায় সিদ্ধিরগঞ্জের পাওয়ার হাউসের গেস্ট হাউজে গণশুনানি শুরু হয়।

ইতোমধ্যে গেস্ট হাউজে কয়েকশ’ লোক উপস্থিত হয়েছে। প্রশাসন থেকে জানানো হয়েছে, ঘটনার প্রকৃত প্রত্যক্ষদর্শীরাই যেন সাক্ষ্য প্রদান করে।

এর আগে তদন্ত কমিটির কাছে ১০ মে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নিহত সাত পরিবারের ২৫ জন সদস্য সাক্ষ্য দেন।

জেলা সার্কিট হাউসে ১২ মে প্রথম দফার গণশুনানিতে ৬ জন সাক্ষ্য দেন। দ্বিতীয় দফায় ১৫ মে গণশুনানিতে ৯৮ জন নাম অন্তর্ভুক্তি করলেও ৭১ জন সাক্ষ্য দেন।

দ্বিতীয় দফায় গণশুনানি চলাকালে নিহত প্যানেল মেয়র নজরুলের স্বজনরা সিদ্ধিরগঞ্জে গণশুনানি করার দাবি জানান।

৭ সদস্যের তদন্ত কমিটির প্রধান জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহজাহান আলী মোল্লা বৃহস্পতিবার সাংবাদিকদের জানিয়েছিলেন, দ্বিতীয় দফার গণশুনানিতে বেশিসংখ্যক লোক সাক্ষ্য দিয়েছেন। দু’দিনের গণশুনানিতে বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য উপাত্ত সংগ্রহ করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে তা প্রকাশ করা সম্ভব হচ্ছে না।

অভিযুক্ত র‌্যাব কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করা হবে কী না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তদন্তের স্বার্থে যাকে প্রয়োজন তাকেই জিজ্ঞাসাবাদ করা হবে।

এদিকে, নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় র‌্যাব-১১ এর সাবেক কমান্ডিং অফিসার লে. কর্নেল তারিক সাঈদ মোহাম্মদ ও মেজর আরিফ হোসেনকে শুক্রবার দিবাগত রাতে ঢাকা সেনানিবাস থেকে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ।

নারায়ণগঞ্জের পুলিশ সুপার ড. খন্দকার মুহিদ উদ্দীন শীর্ষ নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

(ওএস/এইচআর/মে ১৭, ২০১৪)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test