E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দুর্গাপুরে আদিবাসী তরুণীকে ধর্ষণের সাথে জড়িতদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

২০১৫ মে ২৮ ১৫:১৯:৩৪
দুর্গাপুরে আদিবাসী তরুণীকে ধর্ষণের সাথে জড়িতদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে ২১মে ঢাকা মাইক্রোবাসে আদিবাসী তরুণী দুঃস্কৃতিকারীদের দ্বারা জোড়পূর্বক ধর্ষিত হওয়ার প্রতিবাদে দুর্গাপুরের বিক্ষুব্ধ আদিবাসী সমাজ,সুশীল সমাজ, বিভিন্ন এনজিও ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আয়োজনে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এক ঘন্টাব্যাপি দুর্গাপুর উপজেলা পরিষদ চত্বরে এক বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার।

উক্ত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন,দুর্গাপুর উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক খান,সুসঙ্গ ডিগ্রী কলেজের অধ্যক্ষ ড.ভবানী সাহা,উপাধ্যক্ষ ও আদিবাসী নেতা রেমন্ড আরেং, ,এনজিও পরিষদের সভাপতি পঙ্কজ মারাক, ওয়ার্ল্ড ভিশন এডিপি ম্যানেজার ডেভিট অনুপ সাংমা,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার,প্রেসক্লাব সভাপতি মোহন মিয়া,বাগাছাস কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক লিটন হাজং, এছাড়া বাগাছাসের স্থানীয় সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ আলোচনা করেন। সভায় বক্তারা বলেন, অবিলম্বে প্রকৃতদোষী ধর্ষণকারীদের গ্রেফতারকৃত দুইজন ছাড়া বাকী জড়িত ধর্ষকদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
(এনএস/পিবি/মে ২৮,২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test