E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মংলায় অপহৃত ছাত্র ৪ দিনেও উদ্ধার হয়নি, আটক ১

২০১৫ মে ২৮ ১৫:৩৯:৩৬
মংলায় অপহৃত ছাত্র ৪ দিনেও উদ্ধার হয়নি, আটক ১

মংলা (বাগেরহাট) প্রতিনিধি : মংলায় রিয়াদ খান (১২) নামে এক মাদ্রাসা ছাত্র অপহৃত হওয়ার ৪দিন পর ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে রিজিয়া বেগম (৩৮) নামের এক মহিলাকে আটক করেছে পুলিশ।  রবিবার দুপুরে চাঁদপাই ইউপি চেয়ারম্যানের বাড়ীতে মিলাদ পড়তে গেলে কৌশলে অপহরণকারীরা মুঠোফোনে মাদ্রাসার এক শিক্ষককে তার চাচার অসুস্থ্যতার কথা বলে সেখান থেকে বের করে নিয়ে যায়।

পুলিশ ও অপহৃতের পরিবার জানায়, রবিবার রিয়াদকে অপরহণ করে নিয়ে যাওয়ার পর মঙ্গলবার তার মার কাছে অপহরণকারীরা ছেলের মুক্তিপণ বাবদ পাঁচ লক্ষ টাকা দাবি করে। এ ঘটনায় মঙ্গলবার রাতে মংলা থানায় অপহৃত রিয়াদের বড় ভাই মামুন খান একটি সাধারণ ডায়েরি করেছেন। অপহৃত রিয়াদের মা নাজমা বেগম বলেন, তার চার পুত্র সন্তান নিয়ে তিনি মংলার উত্তর চাঁদপাই গ্রামে বসবাস করেন। পুত্রদের মধ্যে সর্বকনিষ্ট পুত্র রিয়াদ খান গত চার বছর ধরে চাঁদপাই ইউনিয়নের মালগাজী গ্রামের কোরবান আলী মাদ্রাসা ও এতিমখানায় হাফেজি পড়তো। সেখানেই ছাত্রাবাসে সে থাকত। তার বাবা সুলতান খান সুন্দরবনে মাছের ব্যবসা করেন। পরিবারের সাথে গত এক-দেড় বছর সুলতানের কোন যোগাযোগ নেই। গত মঙ্গলবার সকালে একটি এয়ারটেল নম্বর থেকে আমাকে ফোন করে আমার ছেলে তাদের (অপহরণকারীদের) জিম্মায় আছে বলে জানায়। ছেলের মুক্তি চাইলে ৫ লক্ষ টাকা মুক্তিপণ দিতে হবে বলেও জানায় তারা। তখন আমি মাদ্রাসা হেফজ্খানার দায়িত্বে নিয়োজিত শিক্ষক শাহ জামালকে ফোন দেই। তখন তিনি বলেন, আপনার ছেলে রিয়াদকে রবিবার দুপুরে মোবাইল করে ছুটি দিতে বলেছে আপনার বড় ছেলে মামুন। আমরা তো ছুটি দিয়ে দিয়েছি। এরপর রিয়াদের বিষয়ে তো আমরা কিছু জানিনা। এ বিষয়ে জানতে চাইলে কোরবান আলী মাদ্রাসা ও এতিমখানার হেফজ্খানার দায়িত্বপ্রাপ্ত শিক্ষক শাহ জামাল বলেন, গত রবিবার দুপুরে চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্লা তরিকুল ইসলামের বাড়ীতে মিলাদ পড়তে গেলে আমার মুঠোফোনে রিয়াদের বড় ভাই মামুন পরিচয় দিয়ে একটি ফোন আসে। পরিচয়দানকারী রিয়াদের চাচা গুরুতর অসুস্থ্য বলে তাকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে পাঠিয়ে দিতে বলে। আমি রিয়াদকে সে কথা বলে ছুটি দেই এবং আর বলি তোমার চাচা গুরুতর অসুস্থ্য হলে আজ আর মাদ্রাসায় আসার প্রয়োজন নেই। এরপর মঙ্গলবার সকালে তার মা ফোন করে আমাকে জানায় রিয়াদ বাড়ীতে আসেনি এবং তার চাচার অসুস্থ্যতার খবরও মিথ্যা। এ ঘটনায় মংলা থানার ওসি বেলায়েত হোসেন জানান, অপরহণের সাথে জড়িত থাকার অভিযোগে খুলনার দাকোপ উপজেলার বানীশান্তা ইউনিয়নের ঢাংমারী এলাকা থেকে বৃহস্পতিবার সকালে রিজিয়া বেগম নামের একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং অপহৃত রিয়াদকে উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে।
(জেডএইচ/পিবি/মে ২৮,২০১৫)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test