E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কাপাসিয়ায় সন্ত্রাসী হামলায় বাড়িঘর ভাংচুর ও লুটপাট, গ্রেফতার ১

২০১৫ মে ২৯ ১৭:৪৭:৫৮
কাপাসিয়ায় সন্ত্রাসী হামলায় বাড়িঘর ভাংচুর ও লুটপাট, গ্রেফতার ১

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি : জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে  কাপাসিয়ায় মোস্তফার নেতৃত্বে সন্ত্রাসী হামলায় বাড়িঘর ভাংচুর লুটপাট ও জমি দখলের ঘটনা পুলিশ নজরুল নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া চালা  বাজার এলাকায় এ ঘটনা ঘটে। 

মোস্তফার নেতৃত্বে এলাকার সন্ত্রাসী জাহাঙ্গীর,নজরুল ও হুমায়ুনসহ ৪০-৫০ জনের একটি দল দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে একই গ্রামের রৌশনারা বীথির (সাবেক মহিলা ইউপি সদস্য) বাড়িতে হামলা চালায়। এসময় অন্তত ৫ মহিলা আহত হয়েছে। আহতরা হলেন- জাহানারা বেগম, রোকেয়া বেগম, পিয়ারা বেগম, আফিয়া বেগম ও ইয়াসিন ।

তাদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা করা হয়েছে। সন্ত্রাসী হামলায় বাড়ির মালিক রৌশনারা বীথিকে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্স এ ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। ওই সময় সন্ত্রাসীরা তার গলায় থাকা স্বর্নের দুই ভরি ওজনের একটি সোনার হার ও একটি মোবাইল ফোন সেট নিয়ে যায়। ঘরের ভিতরে থাকা তৈজসপত্র আলমারী, চকি, খাটসহ ঘরে থাকা যাবতীয় মালামাল ৩টি ট্রাকে করে লুট করে নিয়ে যায়। সন্ত্রাসীরা একটি মাটির তৈরি ১০ ফুটি ঘরের দেয়াল ভেঙ্গে উপরে থাকা টিনের চালা এবং পাশে থাকা আরো একটি টিনসিট ৬ রোম বিশিষ্ট বিল্ডিংয়ের ঘরের চালা,সীমানা প্রাচীর ইটের দেয়াল ভাংচুর ও বাড়ি ঘর ভাংচুর করে। এ হামলায় ভাংচুরের ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়।

রৌশনারা ও তার আত্মীয় স্বজনরা অভিযোগ করেন, সন্ত্রাসী তান্ডব লীলা চলার সময় কাপাসিয়া থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে আসেনি। রাতে ওসিকে থানায় না পেয়ে রৌশনারার আত্মীয় গিয়াস উদ্দিন কাপাসিয়া থানায় অভিযোগ নিয়ে গেলে কর্তব্যরত ডিউটি অফিসার গিয়াস উদ্দিনকে জানায় এ ব্যাপারে মামলা নেয়া যাবে না উপরের নিষেধ আছে বলে জানায়। ঘটনারপর এ ব্যাপারে আজ শুক্রবার দুপুরে কাপাসিয়া থানায় মোসা: রোকেয়া বেগম বাদী একটি এজাহার দায়ের করেন। পরে পুলিশ ঘটনার সাথে জড়িত সন্ত্রাসী নজরুর নামের একজনকে গ্রেফতার করেন।

কাপাসিয়া থানার ওসি আহসান উল্লাহ জানান,ঘটনা শুনার পর আমরা ঘটনা স্থলে যাই। মামলা দায়েরর পর এক আসামীকে গ্রেফতার করি অন্য আসামীদের গ্রেফতারের চেস্টা চলছে।

(এসকেডি/এএস/মে ২৯, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test