E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মুক্তাগাছায় থানার এক এস আই চার এএস আই ক্লোজ

২০১৫ মে ৩০ ১৩:২৩:২২
মুক্তাগাছায় থানার এক এস আই চার এএস আই ক্লোজ

মুক্তাগাছা (ময়মনসিংহ)প্রতিনিধি :ময়মনসিংহের মুক্তাগাছায় প্রবাসী দম্পতির বাড়ি থেকে গভীর রাতে ৫০ হাজার টাকা ঘুষ নেওয়ায় থানার পাঁচ এসআইকে গত শুক্রবার পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে ।

এর আগে গত বৃহস্পতিবার ওই এক এস আই ও চার এসআইর নেওয়া টাকা ফেরত দিয়ে নারী নেত্রীদের সামনে পরিবারটির কাছে ক্ষমাও চায় । ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আবু আল-মামুন । তিনি ঘটনাস্থল পরিদর্শনও করেছেন।

জানা যায়, গত রোববার রাত ১২টায় মুক্তাগাছা শহরের লক্ষ্মীখোলা এলাকার ওই প্রবাসীর বাড়ি যান মুক্তাগাছা থানার এসআই জাহিদুল ইসলাম, এএসআই জিয়াউর রহমান, রেজাউল ইসলাম, ঈমান আলী ও আইনুল ইসলাম। তারা পরিবারটির নামে মিথ্যা অভিযোগ তুলে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন।

পুলিশের ওই কর্মকর্তারা ঘরের দরজা-জানালা বন্ধ করে আপত্তিকর ভঙ্গিতে পরিবারটির ছবিও তোলেন। এ ছাড়া আলমিরার চাবি নিয়ে সব কিছু তছনছ করে টাকা না পেয়ে পরিবারের এক সদস্যকে ধরে নিয়ে যান। এর আগে নির্যাতন করা হয় পরিবারটির এক সদস্য ও প্রতিবেশী এক সেনা সদস্যকে। পরে ২০ হাজার টাকা নিয়ে আরও টাকার দাবি করে চলে যান। পরদিন থানায় গিয়ে দেওয়া হয় আরও ৩০ হাজার টাকা।

এ খবর গণমাধ্যমে প্রকাশ ও নারী নেত্রীরা সোচ্চার হলে পুলিশ প্রশাসন অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করে।

(এমডি/এসসি/মে৩০,২০১৫)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test