E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আগৈলঝাড়ার রাজিহার ইউনিয়নের উন্মুক্ত বাজেট ঘোষণা

২০১৫ মে ৩০ ১৪:১১:০৮
আগৈলঝাড়ার রাজিহার ইউনিয়নের উন্মুক্ত বাজেট ঘোষণা

বরিশাল প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়া উপজেলা ১নং রাজিহার ইউনিয়নের ২০১৫-১৬ অর্থবছরের জন্য উন্মুক্ত বাজেট শনিবার সকালে উউনিয়ন পরিষদ হল রুমে ঘোষণা করা হয়েছে।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইলিয়াস তালুকদারের সভাপতিত্বে ইউপি সচিব গৌতম পাল ইউপি সদস্য, গন্যমান্য বাক্তিবর্গ ও সুশীল সমসাজের প্রতিনিধিদের অংশ গ্রহনে ২০১৫-১৬ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করেন। সভায় ১ কোটি ৩৬ লাখ ২৮ হাজার ৯শ টাকার বাজেট ঘোষণা করা হয়। এরমধ্যে হোল্ডিং ট্যাক্স, বিভিন্ন সনদপত্র, ট্রেড লাইসেন্স, হাট বাজার থেকে নিজস্ব আয় ধরা হয়েছে ৩ লাখ ৭০ হাজার ৫শ টাকা, এছাড়াও এলজিএসপি, টিআর, কাবিখা, কাবিটা, ৪০ দিরে কর্মসৃজন প্রকল্প, ভিজিডি, ভিজিএফসহ বিভিন্ন উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে ১কোটি ৩২ লাখ ৫৮ হাজার ৪শ টাকা। উন্নয়ন খাতে ব্যায় মোট ব্যায় ধরা হয়েছে ১ কোটি ৩৫ লাখ ৯৮ হাজার ৮শ টাকা। উদ্বিৃত্ত তহবিল দেখানো হয়েছে ৩০ হাজার ১শ টাকা। বাজেট আলোচনায় বক্তব্য রাখেন ইউপি সদস্য লিটন হাওলাদার, গীতা মজুমদার, সুশীল সমাজ প্রতিনিধি কাশী নাথ সরকার, এনজিও প্রতিনিধি হাঙ্গার প্রজেক্টের উপজেলা সমন্বয়কারী সাইফুল ইসলাম লিটনসহ প্রমুখ নেতৃবৃন্দ।
(টিবি/পিবি/মে ৩০,২০১৫)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test