E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাগুরা-১ আসনের উপ-নির্বাচনে শান্তিপূর্ণ ভোটগ্রহণ

২০১৫ মে ৩০ ২৩:২২:১৬
মাগুরা-১ আসনের উপ-নির্বাচনে শান্তিপূর্ণ ভোটগ্রহণ

মাগুরা প্রতিনিধি : ৩০ মে শনিবার অনুষ্ঠিত হয়েছে মাগুরা-১ আসনের উপ-নির্বাচন। সকাল ৮ থেকে শান্তিপূর্নভাবে ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল ৪ টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

ভোটগ্রহণ সম্পন্ন করতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়। ভোট গ্রহণের শুরুতে ভোটারদের উপস্থিতি ছিল কম থাকলেও বেলা বাড়ার সাথে-সাথে গ্রামের কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি বাড়তে দেখা গেছে।

জাল ভোট দেয়ার অপরাধে জসিমউদ্দিন নামে একজনকে দুই বছরের কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এছাড়া কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

পুলিশ সুপার একেএম এহসান উল্লাহ ও রিটানিং অফিসার মুজিবুর রহমান জানান, আইন শংঙ্খলা বাহিনীর কাঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে।

এ উপ-নির্বাচনে মোট ৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতিদ্বন্দী প্রার্থীরা হচ্ছেন-আওয়ামী লীগ মনোনীত মুক্তিযুদ্ধে ৮ নং সেক্টরের সাব-সেক্টর কমান্ডার মেজর জেনারেল অব: এটিএম আব্দুল ওয়াহহাব (নৌকা), ন্যাশনাল পিপলস পার্টি এনপিপি’র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান কাজী তৌহিদুল আলম (আম), বাংলাদেশ ন্যাশনাল ফ্রন্ট বিএনএফ-এর মাগুরা জেলা সাধারণ সম্পাদক মুতাসিন বিল্লাহ রিফাত (টেলিভিশন) ও স্বতন্ত্র প্রার্থী তপন কুমার রায় (সিংহ)।

নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটানিং অফিসার খুলনা বিভাগীয় আলিক আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমান জানান, মোট ১৪০টি কেন্দ্রে ভোট গ্রহন সম্পন্ন করতে ১৪০ জন প্রিজাইডিং অফিসার, ৭১১ জন সহকারি প্রিজাইডিং অফিসার ও ১৪২২ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, র‌্যাব ও বিজিবি ও আনসারের সমন্বয়ে ৫০টি মোবাইল টিম, ৯টি স্পেশাল মোবাইল টিম, ৮টি ষ্ট্রাইকিং ফোর্স, জুডিশিয়াল ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ৬টি ভ্রাম্যমান আদালতসহ মোট ৪ হাজার ৩৮১ জন আইন-শৃংঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নির্বাচনে দায়িত্ব পালন করছেন। ১৪০ টি কেন্দ্রের মধ্যে ঝুকিপূর্ণ ১০৫টি কেন্দ্রে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এছাড়া ঢাকা নির্বাচন কমিশনের প্রধান কার্যালয় থেকে ৫ জন কর্মকর্তা প্রতিটি কেন্দ্র থেকে মোবাইল ফোনে ঘন্টায়-ঘন্টায় দায়িরত্বরত প্রিজাইডিং অফিসারের কাছ থেকে ভোট গ্রহণের হার পর্যবেক্ষণ করেন।

একটি পৌরসভা, সদর উপজেলার ৯টি ও শ্রীপুর উপজেলার ৮টি ইউনিয়ন নিয়ে জাতীয় সংসদের-৯১ মাগুরা-১ আসন গঠিত। মোট ভোটার ৩ লাখ ২৩ হাজার ১৪৪ জন। যার মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৬০ হাজার ৩৪২ জন ও মহিলা ভোটার ১ লক্ষ ৬২ হাজার ৮০২ জন।

এদিকে মাগুরা শ্রীপুরের দরিবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে জালভোট দেয়ার অপরাধে জসিমউদ্দিন নামে একজনকে ২ বছরের কারদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদলতের বিচারক ইমতিয়াজুল ইসলাম এই দন্ডাদেশ দেন।

জানা গেছে, কেন্দ্রে জালভোট প্রদানের সময় আইন-শংঙ্খলা বাহিনী হাতে-নাতে তাকে আটক করে। ঘটনাস্থলে ভ্রাম্যমান আদালত তাকে ২ বছরের কারদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা করে।

গত ৯ মার্চ মাগুরা-১ আসন থেকে পরপর ৪ বার নির্বাচিত সংসদ সদস্য, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি প্রফেসর ডাক্তার মোহাম্মদ সিরাজুল আকবরের মৃত্যুতে এ আসনটি শূন্য হয়।

(ডিসি/পিএস/মে ৩০, ২০১৫)

পাঠকের মতামত:

১২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test