E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জৈষ্ঠ্যের তাপদাহে অতিষ্ট দক্ষিণাঞ্চলবাসী

২০১৫ মে ৩১ ১৬:৩৪:১৮
জৈষ্ঠ্যের তাপদাহে অতিষ্ট দক্ষিণাঞ্চলবাসী

বরিশাল প্রতিনিধি : তীব্র তাপদাহ আর প্রচন্ড গরমে হঠাৎ করে অতিষ্ট হয়ে উঠেছে বরিশালসহ গোটা দক্ষিণাঞ্চলবাসী। শিশু ও বৃদ্ধরা আক্রান্ত হচ্ছে ভাইরাসজনিত বিভিন্ন রোগে। গরমের সাথে পাল্লাদিয়ে বেড়েছে বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং। ফলে প্রাকৃতিক কারণেই দক্ষিণাঞ্চলবাসীর এখন নাকাল অবস্থা।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, মে মাসে বরিশালের তাপমাত্রা ৩৬ থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে। বাতাসে জলীয় বাস্প ও আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় এ অবস্থার সৃষ্টি হয়। মৌসুমী বায়ু ও বৃষ্টি না হওয়া পর্যন্ত এ গরম কমবে না। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রতিদিনই হাসপাতালে শিশু ও বৃদ্ধ রোগীর সংখ্যা বেড়েই চলেছে।

তাদের বেশির ভাগ জ্বর, অ্যাজমা, চর্মরোগ ও ডায়রিয়ায় আক্রান্ত। হাসপাতালের শিশু বিশেষজ্ঞ এম.আর. তালুকদার মুজিব বলেন, প্রচন্ড গরমে হাসপাতালে শিশু ও বৃদ্ধ রোগীর সংখ্যা বেড়েছে। তাদের বেশির ভাগই জ্বর ও ডায়রিয়ায় আক্রান্ত। তিনি বলেন, গরমে শুধু শিশু নয় ,সবারই বেশি বেশি পানি পান ও স্যালাইন খাওয়া উচিত। পাশাপাশি বাচ্চাদের রোদে বের না হতে পরামর্শ দিয়েছেন এই চিকিৎসক। হাসপাতালের বহির্বিভাগের চিকিৎসক সালেহ আল-দ্বীন-বিন নাসির জানান, গত এক সপ্তাহ থেকে প্রতিদিন ২৫০ থেকে ৩০০ শিশু ও বৃদ্ধ হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসছে। এর বড় একটি অংশই নিউমোনিয়া, জ্বর ও ডায়রিয়ায় আক্রান্ত।

বরিশাল আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষক আনিসুর রহমান বলেন, মে মাসে বরিশালে সর্বোচ্চ তাপমাত্রা উঠেছে ৩৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাস্প ও আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় তীব্র গরম অনুভূত হচ্ছে। মৌসুমী বায়ু ও বৃষ্টি না হওয়া পর্যন্ত গরম কমবে না। অপরদিকে অব্যাহত দাবদাহে ওষ্ঠাগত হয়ে উঠেছে সাধারণ মানুষ। তাই শুক্রবার বাদ জুমা নগরীর অধিকাংশ মসজিদে বৃষ্টি চেয়ে দোয়া-মোনাজাত করা হয়েছে।
(টিবি/পিবি/মে ৩১,২০১৫)


পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test