E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কাজীরহাট থানা ভবন হস্তান্তরের আগেই ফাটল

২০১৫ মে ৩১ ১৬:৪২:২৩
কাজীরহাট থানা ভবন হস্তান্তরের আগেই ফাটল

বরিশাল প্রতিনিধি : নিন্মমানের নির্মাণ সামগ্রী দিয়ে কাজ করার কারণে কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের আগেই প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত জেলার মেহেন্দিগঞ্জের কাজীরহাট থানা ভবনের বিভিন্নস্থানে ফাটল দেখা দিয়েছে। ফলে ভবনের স্থায়ীত্ব নিয়ে সংশয় দেখা দিয়েছে। খবর পেয়ে ইতোমধ্যে ভবন পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মো. আখতারুজ্জামান।

কাজীরহাট থানার ওসি শওকত আনোয়ার জানান, ২০১২ সালে গণপুর্ত অধিদপ্তর থেকে টেন্ডারের মাধ্যমে ২ কোটি ৮৮ লাখ টাকা বরাদ্ধে থানা ভবন নির্মাণের কাজ করেন টিপু সুলতান নামের নগরীর এক প্রভাবশালী ঠিকাদার। ২০১৩ সালের ১১ সেপ্টেম্বর নির্মিত ভবনের উদ্বোধন করেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর। উদ্বোধনের সময় ভবনের কাজ সমাপ্ত না হওয়ায় অদ্যাবধি পর্যন্ত কাজীরহাট থানা পুলিশের কার্যক্রম চলে স্থানীয় বাজারের একটি পরিত্যক্ত ঘরে। ওসি আরও জানান, পরিত্যক্ত ঘরে থানার কার্যক্রম পরিচালনা করতে গিয়ে প্রতিনিয়ত পুলিশ সদস্যদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। নতুন ভবনের কাজ শেষ করে হস্তান্তরের জন্য পুলিশ প্রশাসনের পক্ষথেকে ঠিকাদার টিপু সুলতানকে একাধিকবার তাগিদ দেওয়া হলেও তিনি সামান্যতম কর্ণপাত করেননি। এরইমধ্যে ভবনের একাধিকস্থানে অসংখ্য ফাঁটল দেখা দেয়ায় গণপুর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জাকির হোসেনকে অবহিত করা সত্বেও কোন সুফল মেলেনি।
জেলা পুলিশ সুপার মো. আখতারুজ্জামান জানান, নির্মাণাধীন ভবনে ফাঁটলের খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি আরও জানান, ঠিকাদারের নিন্মমানের নির্মাণ সামগ্রী দিয়ে কাজ করার কারনেই ভবনটি হস্তান্তরের পূর্বেই ঝুঁঁকিপূর্ণ হয়ে পড়েছে। এ ব্যাপারে গণপুর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন জানান, মন্ত্রী উদ্বোধন করার কারণে তড়িঘড়ি করে ২ মাসের কাজ ৪/৫ দিনের মধ্যে সম্পন্ন করতে হয়েছে। এ কারণে বালির কমপ্যাক্ট ঠিকমত হয়নি। ভবনে ত্রুটি থাকলে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

(টিবি/পিবি/মে ৩১,২০১৫)


পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test