E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

এসএসসির ফলাফলে, শীর্ষে বাগেরহাট সরকারি বালক বিদ্যালয়

২০১৪ মে ১৭ ১৬:২৭:২৬
এসএসসির ফলাফলে, শীর্ষে বাগেরহাট সরকারি বালক বিদ্যালয়

বাগেরহাট প্রতিনিধি : এসএসসি পরীক্ষার ফলাফলে বাগেরহাট সরকারি বালক বিদ্যালয়ে নেমে এসেছে বাধভাঙ্গা উচ্ছাস। ওই বিদ্যালয়ের এ বছর সর্বকালের সেরা ফলাফল করেছে। ১৪১ জন পরীক্ষাথীর মধ্যে ৯২জনই জিপিএ ৫ পেয়েছে এবং সব পরীক্ষাথীই পাশ করেছে। ওই বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায়  এর আগে এতবেশী জিপিএ ৫ পায়নি বলে শিক্ষকরা জানিয়েছে।

গত বছর ওই বিদ্যালয় থেকে ১৫৩ জন পরীক্ষাথী পরীক্ষায় অংশ নিলেও মাত্র ৫৩ জন জিপিএ ৫ পেয়েছিল। তবে বাগেরহাট সরকারী বালিকা বিদ্যালয় মেয়েরা গত বছরের চেয়েও জিপিএ ৫ এর তালিকায় খারাপ ফলাফল করেছে। ওই স্কুল থেকে এবছর১৫৪ জন পরীক্ষা দিলেও মাত্র ৫৩ জন জিপিএ ৫ পেয়েছে। ছাত্রীরা মোবাইল ফোনের দিকে ঝুকে পড়ার কারণে কাক্ষিত সংখ্যায় জিপিএ ৫ পায়নি বলে স্কুলের প্রধান শিক্ষক দৌলাতুন্নেছা জানান।
বাগেরহাট সরকারি বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আকরাম হোসেন জানান, এসএসসি পরীক্ষায় বাগেরহাট জেলার মধ্যে তার বিদ্যালয়ের ছেলেরাই ভাল ফলাফল করেছে। ১৪১ জন পরীক্ষাথীর মধে ৯২ জন জিপিএ ৫ এর মধ্যে ৭৬ জন বিঞ্জান ও ১৬ জন বানিজ্য বিভাগের ছাত্র। এছাড়া এ পেয়েছে ৪৮, বি ১ জন। গত বছর ওই বিদ্যালয় থেকে ১৫৩ জন অংশনিয়ে ৫৩ জন জিপিএ ৫ পেয়েছিল। তিনি আরও জানান,বাগেরহাট সদর কেন্দ্র থেকে এ বছর ৩৩ টি বিদ্যালয়ের ছাত্র ছাত্রী পরীক্ষায় অংশ নেয় এর মধ্যে ১৬টি বিদ্যালয় থেকে ১৮১ জন জিপিএ ৫ পেয়েছে। এর মধ্যে সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ৯২ সরকারি বালিকা বিদ্যালয় ৫৩ জন আর্দশ বিদ্যালয় থেকে ১০ জন, বাগেহরহাট কলেজিয়েট স্কুল থেকে ৫ জন, কান্দাপাড়া নুরুনেচ্ছা বিদ্যালয় থেকে ৫জন, গোটাপাড়া,সুন্দরঘোনা, বাগমারা, বেমরতা বালিকা ও পাতিলাখালী মাধ্যমিক বিদ্যালয় থেকে ২ জন করে এবং যদুনাখ কলেজিয়েট,মাহফুজা খানম,চিরুলিয়া কলেজিয়েট,শহীদ জব্বার,বাসাবাটি রহমানিয়া ও বিএসসি মাধ্যমিক বিদ্যালয় থেকে ১ জন করে জিপিএ ৫ পেয়েছে।

(একে/এএস/মে ১৭, ২০১৪)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test