E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ডিগনিটি টেক্সটাইলে আগুন

২০১৫ জুন ০১ ১২:০৩:৩৫
ডিগনিটি টেক্সটাইলে আগুন

গাজীপুর প্রতিনিধি :গাজীপুরের শ্রীপুরের ডিগনিটি টেক্সটাইল মিলসে অগ্নিকাণ্ড শুরুর প্রায় ১৪ ঘণ্টা পর সাততলা ইস্পাতের কাঠামোর উপরের তিনতলা ধসে পড়ে আগুনের মাত্রা নিয়ন্ত্রণে এসেছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আক্তারুজ্জামান লিটন জানান, সোমবার ভোররাত ৪টার দিকে উপরের তিনটি তলা পুড়ে গলে ধসে পড়ে। তবে সকাল পর্যন্ত কারখানার বিভিন্ন অংশে ধোঁয়া ওঠছিল। আমাদের লোকজন ওইসব স্থানে পানি ছিটিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে যাচ্ছেন। বেতজুরী এলাকায় স্টিলের কাঠামোর উপর নির্মিত সাত তলা ওই কারখানা ভবনের তৃতীয় তলার গুদামে রোববার দুপুর সোয়া ২টার দিকে আগুন লাগে। এরপর তা দ্রুত পঞ্চম তলা পর্যন্ত ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ঢাকা, জয়দেবপুর, শ্রীপুর এবং ময়মনসিংহের ভালুকা স্টেশনের ১৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা শুরু করে। তবে ধাতব কাঠামোর পুরো ভবন আগুনে দ্রুত গরম হয়ে যাওয়ায় এবং পর্যাপ্ত দরজা-জানালা না থাকায় ফায়ার সার্ভিসের কর্মীরা ভবনের উপরের অংশে পানি পৌঁছাতে ব্যর্থ হন। এ ধরনের ভবনে আগুন নিয়ন্ত্রণের অভিজ্ঞতা না থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে বলে দায়িত্বরত অগ্নি নির্বাপককর্মীরা জানান।

প্রায় ১১ ঘণ্টার পর রাত দেড়টার দিকে কারখানা ভবনের বাইরের দিকের স্টিলের পাত ঝরে পড়তে শুরু করলে অগ্নিনির্বাপক কর্মীরা এক রকম হাল ছেড়ে দেন। তখনও কারখানার ওপরের অংশ জ্বলছিল। এরপর ভোরের দিকে ওপরের তিনটি তলা ধসে পড়লে আগুনের দাপট নিজে থেকেই কমে আসে। সোমবার সকাল পর্যন্ত অগ্নিকাণ্ডের কারণ বা হতাহতের বিষয়ে কোনো তথ্য জানাতে পারেননি অগ্নিনির্বাপক বাহিনী।

এ কারখানায় প্রায় তিন হাজার শ্রমিক কাজ করে। কারখানায় বিভিন্ন ধাপে সুতা থেকে টি শার্ট তৈরি করা হয়। আগুনের সূত্রপাতের সময় খাবারের বিরতি থাকায় শ্রমিক ও কর্মকর্তাদের অধিকাংশই কারখানার মূল ভবনে ছিলেন না বলে কর্তৃপক্ষের দাবি। অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে শ্রীপুরের ইউএনও মোহাম্মদ সাদেকুর রহমানকে প্রধান করে পাঁচ সদস্যের একটি কমিটি করেছে জেলা প্রশাসন। কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।



(এমএইচএম/এসসি/জুন০১,২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test