E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নাটোরের কাদিরাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল রাজশাহী বোর্ডে ১২ তম

২০১৪ মে ১৭ ১৭:৩০:০৮
নাটোরের কাদিরাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল রাজশাহী বোর্ডে ১২ তম

নাটোর প্রতিনিধি : এসএসসি পরীক্ষার ফলাফলে নাটোরের বাগাতিপাড়া উপজেলার কাদিরাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল রাজশাহীর বোর্ডের মেধা তালিকায় ১২ তম হয়েছে। এছাড়া এবার জেলার সেরা ১০ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে শীর্ষ স্থান অর্জন করেছে। এই স্কুল থেকে এবার পরীক্ষায় ৮২ জন অংশ নিয়ে সকলেই উর্ত্তীণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ৮০ জন।

জেলার অপর সেরা ৯ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে দ্বিতীয় হয়েছে সদর উপজেলার মিশ্রিপাড়া আদর্শ হাইস্কুল। এই স্কুল থেকে ৫৮ জন পরীক্ষায় অংশ নিয়ে পাশ করে। জিপিএ-৫ পেয়েছে ৪৭ জন। জেলার মধ্যে তৃতীয় স্থান অর্জনকারী সরকারী বালক উচ্চ বিদ্যালয় থেকে ১২১ জন জিপিএ-৫ পেয়েছে। এই স্কুল থেকে ২২১ জন পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ২২০ জন। সরকারী বালিকা বিদ্যালয় থেকে ২৩২ জন পরীক্ষায় অংশ নেয়। পাশ করেছে ২৩১ জন। জিপিএ-৫ পেয়েছে ১১৫ জন। লালপুরের নর্থ বেঙ্গল সুগার মিল থেকে জিপিএ-৫ পেয়েছে ৪৯ জন। এই স্কুল থেকে ৮৯ জন পরীক্ষায় অংশ নিয়ে সকলেই পাশ করেছে। বড়াইগ্রামের রাজাপুর হাই স্কুল থেকে ২২২ জন পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ২১০ জন। এই স্কুল থেকে ১০১ জন জিপিএ-৫ পেয়েছে । লালপুরের শ্রীসুন্দরী পাইলট স্কুল থেকে এবার জিপিএ-৫ পেয়েছে ২৭ জন। এই স্কুল থেকে পরীক্ষায় অংশ নেওয়া ৫৪ জনের সকলেই পাশ করেছে। বড়াইগ্রামের বনপাড়া সেন্ট জোসেফ হাইস্কুল থেকে পরীক্ষায় অংশ নিয়ে ২২২ জনের সকলেই উর্ত্তীণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ৮৮ জন। নাটোর সদর উপজেলার পীরগঞ্জ হাইস্কুল থেকে ৮৫ জনের সকলেই উর্ত্তীণ হয়। জিপিএ-৫ পেয়েছে ৩৮ জন। এছাড়া জেলার ১০ম স্থান অর্জনকারী নাটোর সুগার মিল হাই স্কুল থেকে এবার পরীক্ষায় অংশ নেয় ৭৯ জন। পাশ করেছে ৭৯ জনই। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৯ জন।


(এমআর/অ/মে ১৭, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test