E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

উদ্যোক্তা থাকলেও নেই জায়গা ও গ্যাস সরবরাহ

নাটোর বিসিক নগরীতে নতুন শিল্প স্থাপন অনিশ্চিত

২০১৫ জুন ০১ ২১:৪৯:৫৪
নাটোর বিসিক নগরীতে নতুন শিল্প স্থাপন অনিশ্চিত

নাটোর প্রতিনিধি : নাটোরের বিসিক (বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প  কর্পোরেশন) এলাকায় নতুন করে শিল্প-কারখানা স্থাপনে উদ্যোক্তাদের আগ্রহ বৃদ্ধি পেলেও গ্যাস সংযোগ আর জায়গার অভাবে পুরাতন কারখানার কলেবর বৃদ্ধিসহ নতুন করে শিল্প করখানা গড়ে উঠছে না। ফলে এই এলাকার উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ থেমে গেছে।

এলাকাবাসী জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১১ সালের ১১ ডিসেম্বর নাটোর শহরের কানাইখালি মাঠে প্রয়াত জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হানিফ আলী শেখের স্মরণ সভায় ঘোষনা দিয়েছিলেন নাটোরে একটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন ও দ্রুত গ্যাস সরবরাহ করা হবে।

ঘোষণা মোতাবেক ৫০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন রাজলংকা বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ শেষে উৎপাদন শুরু হয়েছে। কিন্তু নাটোরের উপর দিয়ে গ্যাসের পাইপ লাইন রাজশাহীতে পৌঁছেছে এবং গ্যাস সরবরাহ অব্যহত রয়েছে। অথচ নাটোরে গ্যাস সংযোগ দেওয়া হয়নি।

নাটোর বিসিক সূত্র জানায়, প্রধানমন্ত্রীর ওই ঘোষণার পর থেকেই নাটোর বিসিকে শিল্প-কারখানা গড়ে তোলার জন্য অনেক উদ্যোক্তা আগ্রহ প্রকাশ করে। অনেক উদ্যোক্তা নাটোর বিসিকে শিল্প কারখানা স্থাপনের জন্য আবেদনও করছেন। কিন্তু গ্যাস প্রাপ্তির সম্ভাবনা না থাকায় এবং প্লট বরাদ্দে কর্তৃপক্ষের কোন সাড়া না পাওয়ায় উদ্যোক্তাদের নিরাশ হয়ে খালি হাতে ফিরতে হচ্ছে।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক বিসিকের একজন কর্মকর্তা জানান, ১৯৮৭ সালে মাত্র ১৫ একর জমি নিয়ে নাটোরের দত্তপাড়া এলাকায় বিসিক শিল্পনগরী গড়ে উঠে। ২০০০ সালের মধ্যেই ১০৪টি প্লটে ৪৭টি কারখানা গড়ে উঠে। এখানে উল্লেখযোগ্য হারে উৎপাদনে থাকা পাটকল, প্লাস্টিক ও এ্যালুমিনিয়াম কারখানার মালিকরা জায়গার অভাবে এবং গ্যাস সরবরাহ ব্যবস্থা না থাকায় তাদের কারখানা সম্প্রসারণ ও উৎপাদন বৃদ্ধি করতে পারছেন না ।

উদ্যোক্তাদের আগ্রহ যতই থাকুক না কেন, নতুন করে জায়গা অধিগ্রহণ করে বিসিকের আয়াতন বৃদ্ধি না করলে আর কোন প্লট বরাদ্দ দেওয়া সম্ভব নয়। এছাড়া নাটোর বিসিকে গ্যাস সরবরাহে সরকারের কোন আগ্রহ নেই।

অন্যদিকে স্থানীয় আলমগীর হোসেন জানান, নিরিবিলি পরিবেশ, উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং স্বল্প মূল্যে শ্রমিক প্রাপ্যতার কারণে নাটোর বিসিকে শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার আগ্রহ সৃষ্টি হলেও প্লটের অভাবে তা সম্ভব হচ্ছে না।

বিসিক শিল্পনগরীর ব্যবসায়ী মতিয়ার রহমান ও প্রদীপ আগারওয়ালা জানান, নাটোর বিসিক শিল্প নগরীর এলাকা বৃদ্ধি করা দরকার। অনেকে প্লটের জন্য আবেদন করেছেন। কিন্তু জায়গার অভাবে বরাদ্দ পাচ্ছেন না। সুতরাং স্থান সংকুলানসহ গ্যাস সংযোগ অথবা নিরবিছ্ন্নি বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করতে পারলে এই বিসিক শিল্পনগরী এলাকায় আরো অধিক নারী-পুরুষের কর্মসংস্থানসহ দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখতে পারবে।

নাটোর বিসিকের উপ-ব্যবস্থাপক বজলুর রশিদ জানান, নাটোর বিসিকে শিল্প-কারখারখানা নির্মাণের জন্য উদ্যোক্তদের কাছ থেকে ৩১টি আবেদন পত্র পাওয়া গেছে। শুধুমাত্র বরাদ্দের অভাবে সমস্যাগুলো সমাধান করা সম্ভব হচ্ছে না।

বিসিকের সীমানা বাড়ানোর জন্য ২০০৮ সালের ৬ জানুয়ারী সংশ্লিষ্ট মন্ত্রাণালয়ের কাছে আবেদনের প্রেক্ষিতে সীমানা বৃদ্ধির জন্য একই বছরের ২১ সেপ্টেম্বর পরিকল্পনা কমিশনের একটি দল বিসিক পরিদর্শন করলেও এখনও কোন সিদ্ধান্ত হয়নি। সংশ্লিষ্ট মন্ত্রাণালয় থেকে সিদ্ধান্ত পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

(এমআর/পিএস/জুন ০১, ২০১৫)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test