E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

অনলাইনের আওতায় এলো গোপালগঞ্জের ভূমি অফিস

২০১৫ জুন ০২ ১৩:৩৯:১২
অনলাইনের আওতায় এলো গোপালগঞ্জের ভূমি অফিস

গোপালগঞ্জ প্রতিনিধি : ভূমি ব্যবস্থাপনাকে ডিজিটাইজেশন করার লক্ষ্যে উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে ল্যাপটপ, প্রিন্টার, স্কানার, মডেম ও সিম সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সর্বপ্রথম গোপালগঞ্জ জেলার মধ্য দিয়ে দেশব্যাপি নেয়া এ কর্মসূচীর বাস্তবায়ন শুরু হলো। এ কার্যক্রমের ফলে উপজেলা ও ইউনিয়ন ভূমি  অফিসগুলোর মধ্যে আইটি নেটওয়াকিং এর মাধ্যমে জনগণ ‘ওয়ান স্টপ সার্ভিস’ পাবে।

মঙ্গলবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভূমি সংস্কার বোর্ড ও গোপালগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মোঃ মাহফুজুর রহমান প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন । সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ খলিলুর রহমান।
অনুষ্ঠানে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সহকারি ভূমি কর্মকর্তা ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মোঃ মাহফুজুর রহমান বলেন, বর্তমান সরকারের ‘রূপকল্প ২০২১’ তথা ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয় বাস্তবায়নে ভূমি ব্যবস্থাপনাকে ডিজিটাইজেশন করা আবশ্যক হয়ে পড়েছে। দেশের সকল মানুষই ভূমি ব্যবস্থাপনার সাথে অতপ্রতোভাবে জড়িত। ভূমি সম্পর্কিত বিভিন্ন কার্যক্রমের জন্য জনগণকে ইউনিয়ন ভূমি অফিস ও উপজেলা ভূমি অফিসে প্রতিনিয়ত যোগাযোগ করতে হয়। ইউনিয়ন এবং উপজেলা ভূমি অফিসের মধ্যে আইটিনেটওয়াকিং হলে জনগনকে সরাসরি ‘ওয়ান স্টপ সার্ভিস’ দেয়া সম্ভব হবে। এর ফলে জনগণের সময়ঢ শ্রম এবং অর্থ সাশ্রয় হবে।
(এমএইচএম/পিবি/জুন ০২,২০১৫)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test