E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বড়াইগ্রামের মাদকের কারখানায় র‌্যাবের অভিযান

২০১৫ জুন ০২ ১৯:৪৪:১০
বড়াইগ্রামের মাদকের কারখানায় র‌্যাবের অভিযান

নাটোর প্রতিনিধিঃ নাটোরের বড়াইগ্রাম উপজেলার  জোয়াড়ী ইউনিয়নের আটঘরিয়া গ্রামে মাদকের কারখানায় অভিযান চালিয়ে র‌্যাব ২২ হাজার ১০০ লিটার চোলাই মদসহ সবুজ আহমেদ (২৫) এক মদের কারিগরকে আটক করেছে। আর মাদক তৈরীর বিষয়ে পূর্ব থেকে প্রশাসনকে অবহিত না করায় স্থানীয় ইউপি সদস্য সাইদুর রহমান ও গ্রাম পুলিশ ভারত চান্দ্রের মাসিক বেতন সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।

র‌্যাব-৫ এর এএসপি জামাল-আল-নাসের জানান, সোমবার সন্ধ্যায় গোপণ সংবাদের ভিত্তিতে আটঘরিয়া গ্রামের আফজালের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় আফজাল পালিয়ে গেলেও তার ছেলে চোলাই মদের কারিগর সবুজ আহমেদকে আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির বারান্দাসহ বিভিন্ন স্থানে বিশেষ ভাবে রাখা শতাধিক প্লাষ্টিক ড্রাম থেকে মোট ২২ হাজার ১০০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। পরে সেখানে ইউএনও রুহুল আমিন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আটক সবুজ আহমেদকে দুই বছরের কারাদন্ডাদেশ প্রদান করেন। একই সাথে ড্রামসহ চোলাই মদ ধ্বংস করা হয়।

স্থানীয় ইউপি সদস্য সাইদুর রহমান বলেন, চোলাই মদের কারখানা বন্ধের দাবীতে গত বছর সেপ্টেম্বর মাসে গ্রামবাসী আফজালের বাড়ি ভাংচুরসহ পিটিয়ে তার স্ত্রী আছিয়া বেগমকে মেরে ফেলেছে। তবু বন্ধ না করায় দুই মাস আগে আফজালকে র‌্যাব আটক করে দুই বছর কারাদণ্ড প্রদান করে। জামিনে এসে পুনরায় মদ তৈরী শুরু করেছে কিনা এটা বোঝা সম্ভব হয়নি তাই প্রশাসনকে অবহিত করা হয়নি।

ইউএনও রুহুল আমিন বলেন, বড়াইগ্রামকে মাদক ও বাল্যবিয়ে মুক্ত করতে মে মাসের উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে নিজ নিজ এলাকার মাদক ও বাল্যবিয়ের বিষয়ে পূর্ব থেকেই প্রশাসনকে অবহিত করবে স্থানীয় ইউপি সদস্য এবং গ্রাম পুলিশ। অবহিত করতে ব্যর্থ হলে এবং ওই এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করলে স্থানীয় ইউপি সদস্য ও গ্রাম পুলিশের বেতন বন্ধ করা হবে। সেই সিদ্ধান্ত মোতাবেক সাইদুর রহমান ও ভারত চন্দ্রের বেতন বন্ধ করা হয়েছে।

(এমআর/অ/জুন ০২, ২০১৫)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test