E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গাজীপুরে ডিশ ব্যবসা নিয়ে সংঘর্ষ, আহত ৭

২০১৫ জুন ০৩ ১৪:৪৫:০৪
গাজীপুরে ডিশ ব্যবসা নিয়ে সংঘর্ষ, আহত ৭

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে ডিশ ব্যবসা নিয়ে সংঘর্ষে দুই পক্ষের ৭ জন আহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুর সিটি কর্পোরেশনের বরুদা এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, আলী হোসেন (৩৫), আমজাদ হোসেন (৩০), আলী আকবর (৩২), আরিফ ২৫), পলাশ (৩০), রাকিব (২৫) ও সাহেদ (২০)। আহতদের উদ্ধার করে গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক সেখান থেকে আলী হোসেন ও সাহেদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছেন। বাকিদের ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গাজীপুর মহানগরীর বরুদা ও আশপাশ এলাকায় দীর্ঘদিন যাবৎ আলী হোসেন ডিশ ব্যবসা করে আসছিলেন। বরুদা উত্তরপাড়ার অংশের ডিশ ব্যবসা নিয়ে সম্প্রতি ছাত্রলীগ নেতা মাসুমের সাথে দ্বন্দ্ব বাধে। এর জের ধরে বুধবার সকালে উভয় পক্ষের মধ্যে মারামারি এবং পরে দা, ছেন নিয়ে কোপাকুপি হয়। ধারালো অস্ত্রের আঘাতে আলী হোসেন পক্ষের আলী হোসেন, আমজাদ ও আলী আকবর ও আরিফ হোসেন এবং মাসুম পক্ষের পলাশ, রাকিব ও শাহেদ আহত হন।

জয়দেবপুর থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ওয়াসিম জানান, ডিশ ব্যবসা নিয়ে স্থানীয় আলী হোসেন ও ছাত্রলীগ নেতা মাসুমের লোকজনের সংঘর্ষ হয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

(ওএস/পিবি/জুন ০৩,২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test