E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পলাশবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১

২০১৫ জুন ০৩ ১৬:৩৯:৪৯
পলাশবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা-নাকাইহাট সড়কের পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের কাজীর বাজার সংলগ্ন ঈদ গাঁ মাঠ এলাকায় মঙ্গলবার বিকেলে প্রকাশ্য দিবালোকে গুলি করে মাহবুবুর রহমান দিপ্তি (৪০) নামে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় সুজন (২৫) নামে অপর এক যুবক তাদের ছুরিকাঘাতে আহত হয়।

নিহত মাহবুবুর রহমান দিপ্তি পেশায় পল্লী চিকিৎসক। সে গাইবান্ধা সদর উপজেলার বল্মমঝাড় ইউনিয়নের খামার টেংগরজানি গ্রামের ইব্রাহিম মিয়ার ছেলে। আহত সুজন (২৫) একই উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের বালুয়া গ্রামের বাসিন্দা। আহত সুজনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশংকাজনক।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, হতাহত ওই দুই যুবক মোটরসাইকেলযোগে গাইবান্ধা থেকে গোবিন্দগঞ্জের নাকাইহাট যাচ্ছিল। তাদের পেছনে-পেছনে কয়েকটি মোটরসাইকেলে করে আসা কয়েকজন দুর্বৃত্ত ওই এলাকায় তাদের পথরোধ করে। পরে তার মাথার পেছনে গুলি করে এবং পিঠে ছুরিকাঘাত করে এতে ঘটনাস্থলে সে নিহত হয়। সেসময় মটর সাইকেলের অপর আরোহী সহযোগী সুজনকেও দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে। পরে তারা পিস্তলের ফাঁকা গুলি ছুঁড়ে ভীতি সঞ্চার করে দ্রুত পালিয়ে যায় বলে এলাকাবাসিরা জানায়।
পলাশবাড়ি থানার ওসি মজিবর রহমান জানান, পয়েন্ট ব্যাংক রেঞ্জ থেকে নিহত দিপ্তীর গলা এবং কানের পাশে প্রথমে গুলি করা হয় এবং দু’জনকেই ছুরিকাঘাতও করা হয়।
গাইবান্ধা পুলিশ সুপার মো. আশরাফুল ইসলাম জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। পারিবারিক সূত্রেও জমাজমি সংক্রান্তের কথা বলা হয়েছে। পুলিশ আসামীদের ধরতে সকল প্রকার প্রচেষ্টা চালাচ্ছে।
(এমআরএস/পিবি/জুন ০৩,২০১৫)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test