E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শেরপুরে বোরো ধান-চাল সংগ্রহ অভিযান উদ্বোধন

২০১৪ মে ১৭ ২১:০৩:২৩
শেরপুরে বোরো ধান-চাল সংগ্রহ অভিযান উদ্বোধন

শেরপুর প্রতিনিধি : শেরপুরে সরাসরি চাউল কল মালিকদের কাছ থেকে সরকারীভাবে বোরো ধান-চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। শনিবার শেরপুর খাদ্যগুদাম অঙ্গণে ওই সংগ্রহ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক।

জেলা খাদ্য নিয়ন্ত্রক জিএম ফারুক হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ হায়দার আলী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- খাদ্য নিয়ন্ত্রণ কমিটির সদস্য জিয়াউল হক বিএসসি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফখরুল মজিদ খোকন, চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি প্রকাশ দত্ত, জেলা চাউল কল মালিক সমিতির সভাপতি আশরাফুল আলম সেলিম প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন জেলা চাউল কল মালিক সমিতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রওশন।

জেলা খাদ্য বিভাগ সূত্রে জানা যায়, চলতি বোরো মওসুমে শেরপুর সদর উপজেলায় ৩৮ হাজার ৫৫৩ মেট্রিক টন চাল এবং ২ হাজটর ৮৩২ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে। চাল প্রতি কেজি ৩১ টাকা এবং ধান প্রতি কেজি ২০ টাকা দর নির্ধারন করা হয়েছে। ওই লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে ইতোমধ্যে ৩৮৭ জন চাউলকল মালিকের সাথে চুক্তি করা হয়েছে। আগামী ৩০ আগষ্ট পর্যন্ত ওই সংগ্রহ অভিযান চলবে।

(এইচবি/এটিআর/মে ১৭, ২০১৪)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test